চাকরি হারিয়ে ভেঙে পড়লেন রায়গঞ্জের রাধারানি বিদ্যাপীঠের শিক্ষিকা কৃষ্ণমৃত্তিকা
রায়গঞ্জ, উত্তর দিনাজপুর : রাজ্যপালের কাছ থেকে পেয়েছেন মেডেল, বিশ্ববিদ্যালয় টপার ছাত্রী কৃষ্ণ মৃত্তিকা চাকরিহারা হল সুপ্রিম কোর্টের নির্দেশে। চরম দুর্ভাগ্য নিয়ে তিনি ও হারালেন তার চাকরি। তিনি জানান কোন কিছু বলবার ভাষা আমার নেই, যোগ্যতা দেখিয়ে চাকরি পাওয়ার পরে আমার এই অবস্থা হল এর জন্য কে দায়ী থাকবে? আমি বিয়ে করেছি আমার সন্তান আছে, আমার স্বামী পরিবার আমার পাশেই আছে, কিন্তু যে বেদনা এবং যন্ত্রনা আমাকে ক্রমশ কুরে কুরে খাচ্ছে সেটা থেকে আমি বের হব কি করে? আমি হতাশ প্রচণ্ড রকম হতাশ এমনটাই জানালেন কৃষ্ণ মৃত্তিকা। তিনি এও বলেন চাকরি চলে গেল, এই দুর্দিনের বাজারে কে কাজ দেবে ? আমি আমার যোগ্যতা থেকে চাকরি পেয়েছি, এবার চাকরি চলে গেল আমার কি হবে? তিনি আরো জানান এই খবরটা শোনবার পর থেকেই আমার মুখে এক দানা খাবার ঢোকেনি, আমার স্বামী সন্তানেরা এবং আমার শ্বশুর-শাশুড়ি ও আমাকে নিয়ে চিন্তিত। সবার সমস্যা মেটাতে গিয়ে আমার চাকরি চলে গেল, এই কষ্ট এই বেদনা আমার কাছে এক চরম দুঃস্বপ্নের মতো। জানিনা কিভাবে মুক্ত হব আমি এখান থেকে।
