চার্চ রোডে জিএসটি অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ করে দোকান বন্ধ করে দিলেন ব্যবসায়ীরা
নিজস্ব সংবাদদাতা : নিত্যদিন এসে আক্রমণ করেন তাদের। আক্রমণ মানে দোকানে ঢুকে বিভিন্নভাবে হেনস্থা করেন জিএসটি অফিসারেরা। এই ঘটনা শুধু একদিন নয় , চলছে দিনের পর দিন। ব্যবসায়ীরা জানিয়েছেন একেই ব্যবসা প্রচন্ড খারাপ , এর উপর যখন তখন এসে তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেন অফিসারেরা। শুরু করে দেন জিনিসপত্র তাদের দোকানে যা রাখা আছে সেগুলো গোনা। এবং বিভিন্নভাবে তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করেন তারা। বারবার বলা হলেও কান দেন না তারা । এরই প্রতিবাদে এদিন নিজেদের দোকানপাট বন্ধ করে প্রতিবাদ জানালেন ব্যবসায়ীরা।

এদিন তারা জানান যখন তখন অফিসারেরা চলে আসতেন, তারা তো কোন অপরাধ করেননি এইভাবে তাদের উপর চাপ সৃষ্টি করে তাদের ব্যবসার ক্ষতি করছেন তারা। সমস্যার সমাধানের কথা বললে তারা কোনো কথা শোনেন না। আমাদের উপর প্রচন্ড মানসিক চাপ পড়ছে , সেই কারণে আজকে আমরা সবাই মিলে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিলাম, বললেন ব্যবসায়ীরা। এদিন তারা দোকান বন্ধ রাখার কারণে চার্চ রোডে প্রচন্ড যানজট সৃষ্টি হয়। অনেকেই জিজ্ঞাসা করতে শুরু করেন কি হয়েছে ? এদিন ব্যবসায়ীদের সংগঠনের তরফ থেকে জানানো হয় এরপরেও যদি এইভাবে তাদের উপর চাপ সৃষ্টি করা হয় তাহলে তারা বড় ধরনের পদক্ষেপ নেবেন।