প্রচুর দুর্নীতির জন্য রাজ্যের ওপর আর্থিক নিষেধাজ্ঞা কেন্দ্রের, চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা।

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

১০০ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে ২৩-২৪ অর্থবর্ষে রাজ্যকে আর টাকা দেবে না কেন্দ্র। ২৩-২৪ অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনাতেও কেন্দ্র রাজ্যকে টাকা দেবে না বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রচুর দুর্নীতির জন্য রাজ্যের ওপর আর্থিক নিষেধাজ্ঞা কেন্দ্রের, চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা । বুধবার রাজনৈতিক টক্করে কার্যত সরগরম মহানগর। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে রেড রোডে মমতার (Mamata Banerjee) ধর্নায় বসার দিনেই পাল্টা রাজ্যের (West Bengal) বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠের অভিযোগে অবস্থানে বসছে বঙ্গ বিজেপি। শ্যামবাজার মেট্রো স্টেশনের গেটে ধর্নায় বসছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ রাজ্য বিজেপির নেতা-নেত্রীরা। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধর্না চলবে। মেট্রো স্টেশনের গেটের কাছে ৪০ ফুটের মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানেই অবস্থান বসবেন শুভেন্দু, সুকান্ত, দিলীপরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *