চালসাতে লোহার তারে আটকে গেল চিতাবাঘ , ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
নিজস্ব সংবাদদাতা : চা বাগানে লোহার তারে আটকে পড়ল চিতাবাঘ । ঘুমপাড়ানি গুলিতে কাবু করে চিতাবাঘটিকে উদ্ধার করে বন দপ্তর। ঘটনাটি ঘটে মেটেলির দক্ষিণ ধুপঝোরা কায়েতপাড়া সংলগ্ন এলাকার একটি চা বাগানে। এদিন সকালে স্থানীয়রা চিতাবাঘটিকে প্রথমে চা বাগানের একটি নালায় দেখতে পান। চিতাবাঘটি চা বাগানের লোহা তারের ঘেরায় আটকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ধুপঝোরা বিট ও খুনিয়া স্কোয়াডের কর্মীরা। আসে মেটেলি থানার পুলিশও। যে এলাকায় চিতাবাঘটি আটকে ছিল সেই এলাকাটি বনকর্মীরা প্রথমে জাল দিয়ে ঘিরে দেন। পরে চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়। চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর।
খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানান, পূর্ণ বয়স্ক চিতাবাঘটিকে উদ্ধার করা হয়েছে। সেটিকে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এলাকার পাশেই রয়েছে গরুমারা জঙ্গল। মাঝেমধ্যেই হাতি, চিতাবাঘ সহ অন্যান্য প্রাণীরা ওই এলাকায় চলে আসে। এর আগেও ওই এলাকার চা বাগানে বহু চিতাবাঘ দেখা গিয়েছে বলে বাসিন্দাদের দাবি। চিতাবাঘ ধরতে ওই এলাকায় বন দপ্তরের তরফে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।