চাষের জমিতে ফাঁদ পেতেছিলেন ইঁদুরের উৎপাত রুখতে! অবশেষে যুবক দিলেন অসতর্কতার চরম এক মাশুল
বেস্ট কলকাতা নিউজ : ফের মর্মান্তিক এক কাণ্ড ঘটলো দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে । চাষের জমিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ফের মৃত্যু হল এক যুবকের । প্রশাসনের পক্ষ থেকে বারবার এব্যাপারে সচেতন করা হলেও এখনও পর্যন্ত হুঁশ যে ফেরেনি অনেকেরই, তা এই মর্মান্তিক কাণ্ডে আরও একবার প্রমাণ হল। প্রতি বছরই এমন বেশ কয়েকটি ঘটনায় প্রাণহানি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে এই কুলতলিতে।
এবার মৃত কৃষকের নাম তাপস সরদার, বাড়ি কুলতলির ৪ নম্বর গরানকাঠি এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ফসল যাতে নষ্ট না হয় তাই ইঁদুর মারার জন্য জমিতে বিদ্যুতের সংযোগ লাগিয়েছিলেন ওই ব্যক্তি। বিকেলে নিজের জমিতে কাজে গিয়েছিলেন তাপস।
রাত হয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরায় তাপসের বাবা প্রতিবেশীদের কাছে ছেলের সম্পর্কে খোঁজ নেন। খুঁজতে খুঁজতে জমির কাছে যান গিয়ে দেখেন জমির মধ্যে তাপস পড়ে আছেন। তাঁকে উদ্ধার করে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলতলি থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।