চিঠি এল শুভেন্দু-সুকান্তর আশ্বাসের পরও! এবার মতুয়া অধ্যুষিত এলাকায় নিষ্ক্রিয় হল আধার কার্ড
বেস্ট কলকাতা নিউজ : রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার রাতেই মধ্যেই সব ঠিক হয়ে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেই একই আশ্বাস গিয়েছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও। কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে কথা বলে বিজেপি নেতৃত্ব জানিয়েই দিয়েছিলেন, যান্ত্রিক গোলোযোগের কারণেই আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছিল, সেগুলি ২৪ ঘণ্টার মধ্যেই সক্রিয় হয়ে যাবে। কিন্তু তারপরও বনগাঁর পরে এবার মতুয়া অধ্যুষিত বাগদায় হেলেঞ্চায় এক গ্রামে ৩৩ জনের আধার কার্ড বাতিলের চিঠি এল। আতঙ্কিত ভুক্তভোগীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে গতকাল বনগাঁতে মিলেছিল আধার কার্ড বাতিলের চিঠি। এবার বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের পুরাতন হেলেঞ্চা গ্রামে ৩৩ জনের কাছে আধার কার্ড বাতিলের চিঠি এলো বলে দাবি করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। আধার কার্ড বাতিলের চিঠি পেয়ে আতঙ্কিত বাসিন্দারা। সমস্ত রকমের সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। আগামী দিনে কী হবে এবং প্রতিবেশীরা নানা কটূক্তি করছে বলেও দাবি করছে তাঁরা ।
এই বিষয়ে পুরাতন হেলেঞ্চার বাসিন্দা মহানন্দ বিশ্বাস বলেন, “আধার কার্ড বাতিল হওয়ার কারণে রেশন পাচ্ছি না। ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছি না। নানা পরিষেবা থেকে বঞ্চিত আমরা। আমি চাই পুনরায় আমার আধার কার্ড আবার নথিভুক্ত হোক ।”যদিও হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের পুরাতন হেলেঞ্চার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রঞ্জিত বিশ্বাস দাবি করেছেন, এই এলাকায় বেশিরভাগই মতুয়া সম্প্রদায়ের বসবাস । গ্রামের ৩৩ জনের কাছে আঁধার বাতিলের চিঠি এসেছে। সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। নানা পরিষেবা থেকে তাঁরা বঞ্চিত।