চিতা বাঘের চামড়া পাচারের চেষ্টা ভোটের আবহের মধ্যেই, পুলিশ হাতেনাতে ধরল অভিযুক্তকে
বেস্ট কলকাতা নিউজ : একদিকে যখন নির্বাচনের ঝড়ে উত্তপ্ত বাংলা। সেই সময়টারই সুযোগ নিল চোরা শিকারীরা। পাচারের অভিযোগে গ্রেফতারও হয় একজন। অভিযুক্তদের নাম লুকাশ বসুমাত্রী ওরফে হুঙ্গা।জানা গিয়েছে, ওই ব্যক্তি অসমের গোসাইগাঁও এলাকার বাসিন্দা। সে অতীতে গন্ডার শিকারের মামলায় জড়িত ছিল। চোরাশিকারি চক্রের জন্য বন্দুক সরবরাহকারী ছিল। রাত্রিবেলা কালচিনি এলাকা থেকে পূর্ণাঙ্গ চিতাবাঘের চামড়াসহ তাকে গ্রেফতার করা হয় । চিতাবাঘের চামড়া পাচার করার ছক কষেছিল অভিযুক্ত। তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করে চিলাপাতা রেঞ্জ। অভিযুক্তদের ট্র্যাক করার সময় আলিপুরদুয়ার জেলা পুলিশের সাহায্যও নেয় বনদফতর। এই চোরাচালানের সঙ্গে আর ও কেউ জড়িত আছে কি না তা নিয়েও তদন্ত শুরু করে বনবিভাগ।