চিন সীমান্তে গ্রাম খালি করার খবর সম্পূর্ণ ভুয়ো, এমনটাই জানাল ভারতীয় সেনা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : খালি করা হচ্ছে না আপাতত চিন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখার নিকটবর্তী গ্রামগুলিকে। ভারতীয় সেনা এই কথাই স্পষ্ট জানিয়ে দিল। এমনকী তারা অরুণাচলপ্রদেশ এবং অসমের নাগরিকদের আর্জি জানায় সংবাদমাধ্যমের এই ধরনের খবরে কোনো রকম গুরুত্ব না দেওয়ার জন্যও। তেজ়পুর ডিফেন্সের জনসংযোগ আধিকারিকের তরফে টুইটও করা হয় । তাতে লেখা হয়, “প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে গ্রামগুলি খালি করা হচ্ছে, এই ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা। এই গুজবে গুরুত্ব না দেওয়ার আর্জিও জানানো হচ্ছে অরুণাচলপ্রদেশ এবং অসমের নাগরিকদেরকে। সমস্তরকম তথ্য জেনে নিশ্চিত হন প্রশাসনের তরফে।

”সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়, পরিস্থিতি বেশ উত্তপ্ত লাদাখে চিন-ভারত সীমান্ত। খালি করানো হয়েছে এমনকি অরুণাচলপ্রদেশের তাওয়াংয়ের প্রকৃত নিয়ন্ত্রণরেখার নিকটবর্তী গ্রামগুলিকে। এই সংবাদ প্রকাশিত হওয়ার পরেই ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়,এই খবর সম্পূর্ণ ভুয়ো। এছাড়াও তারা অস্বীকার করে সম্পূর্ণ বিষয়টিই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *