চূড়ান্ত অব্যবস্থা শিলিগুড়ি জেলা হাসপাতাল, পা ভেঙে যাওয়া রোগীকে বিশ্রাম করতে বলা হলো চিকিৎসা না করিয়ে
শিলিগুড়ি : চূড়ান্ত অব্যবস্থা শিলিগুড়ি জেলা হাসপাতাল, আরজিকর কান্ডের পর প্রতিবাদ করছেন ডাক্তারেরা জুনিয়র ডাক্তারেরা , আর তার জোরে রোগীর দুর্ভোগ চলছে। প্রতিদিন সারাদিন। কেউ জ্বর নিয়ে চিকিৎসা করাতে এসে ফিরে যাচ্ছেন আরো পেট খারাপের ওষুধ পাওয়া যাচ্ছে না, আবার কাউকে শুনতে হচ্ছে ভাঙাপা নিয়ে এসেও বিশ্রামে চলে যে। রোজ এই সমস্যা বাড়ছে রোগীদের। শিলিগুড়ি হাসপাতালে যারা চিকিৎসা করাতে আসেন তারা প্রত্যেকেই অভিযোগ জানাচ্ছেন পর্যাপ্ত চিকিৎসা তারা পাচ্ছেন না। এক রোগী গতকাল ভাঙা পা নিয়ে চিকিৎসা করাতে এসে ফিরে যান। তাকে বলা হয় আপনি এখন বিশ্রাম করুন। তিনি যন্ত্রণা ছটফট করছেন দেখেও কেউ এগিয়ে আসেনা নি। বাধ্য হয়ে তিনি আবার ফিরে যান। শিলিগুড়ি হাসপাতালে এবং মেডিকেল কলেজে দিনের পর দিন চলছে এই অবস্থা।
মূলত ,এই দুটি জায়গায় চিকিৎসা করাতে আসেন একেবারে নিচু এলাকা থেকে আসা মানুষ। তারা নিজেরাই নিজেদের উদ্যোগে আসেন এবং ফিরে যাচ্ছেন। সব এলাকা থেকে মানুষের একই অভিযোগ। কবে থেকে আবার ভালোভাবে চিকিৎসা শুরু হবে জানেন না কেউই। মেডিকেল কলেজেও একই অবস্থা রোগী গীজ গীজ করছে আউটডোর এ চিকিৎসার বিন্দুমাত্র উদ্যোগ নেই। কবে আবার পুনরায় চিকিৎসা ব্যবস্থা শুরু হবে জানেন না কেউ।