চোখে ঢুকেছে বিরল রোগের জীবাণু মেডিক্যাল কলেজ মহিলার প্রাণ বাঁচাল জটিল অস্ত্রোপচারে
বেস্ট কলকাতা নিউজ : করোনার পরে এ রাজ্যে আতঙ্ক ছড়িয়েছিল ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ নিয়ে। এবার এক মহিলার শরীরে ধরা পড়ল বিরল প্রোটোজোয়া ঘটিত রোগ। ওই মহিলার চোখে এমন রোগের জীবাণু বাসা বেঁধেছিল যে তিনি দৃষ্টিশক্তিই ক্রমশ হারাতে বসেছিলেন সেই কারণেই। এমনকি সারা শরীরেও উপক্রম হয়েছিল সংক্রমণ ছড়িয়ে পড়ার। অবশেষে মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের ডাক্তাররা তাঁর প্রাণ বাঁচালেন জটিল অস্ত্রোপচারে।
উত্তর ২৪ পরগনার গাড়ুলিয়ার বাসিন্দা রিনা বিশ্বাস। তাঁর চোখ লাল হয়ে ফুলে যাচ্ছিল মাস ছয়েক ধরেই। ডাক্তাররাও ধরতে পারেননি সংক্রমণের কারণ। রিনা দৃষ্টি হারাতে বসেছিলেন ধীরে ধীরে। তারপর তাঁকে পরিবারের লোকজন নিয়ে আসেন কলকাতা মেডিক্যাল কলেজে। ইএনটি বিভাগের ডাক্তাররা পরীক্ষা করে ধরতে পারেন মহিলার চোখে প্রোটোজোয়ার সংক্রমণ হয়েছে। এই জীবাণুর নাম রাইনো স্পোরিডিয়াম সিবেরি। ডাক্তারদের অনুমান, মহিলার চোখে এই জীবাণু ঢুকেছিল জল থেকেই। ছড়িয়ে পড়তে শুরু করেছিল সংক্রমণও। ডাক্তাররা ওই জীবাণু নির্মূল করেন এন্ডোস্কোপির সাহায্যেই ।