গ্রাহক সেজে ঢুকে গ্রেনেড হামলা বারামুলার মদের দোকানে; মৃত ১ , জখম ৩

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জঙ্গিরা গ্রেনেড হামলা চালাল ভূস্বর্গে একটি মদের দোকানে ৷ এই ঘটনায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের৷ জখম হন এমনকি আরও তিনজন ৷ পুলিশ জানিয়েছে, হামলাকারীরা দোকানে এসেছিল গ্রাহক সেজে৷ মঙ্গলবার রাতে জঙ্গিরা গ্রেনেড হামলা চালায় মূলত উত্তর কাশ্মীরের বারামুলার দেওয়ান বাঘ এলাকায়৷ কাশ্মীর জোন পুলিশ টুইটে জানিয়েছে, “বারামুলায় জঙ্গিরা হ্যান্ড গ্রেনেড ছোড়ে একটি সদ্য নির্মিত মদের দোকানের ভেতরে ৷ চারজন কর্মী জখম হন ৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় ৷ তাঁরা প্রত্যেকেই জম্মু ডিভিশনের বাসিন্দা ৷ অপরাধীদের ধরতে তল্লাশি শুরু হয়েছে গোটা এলাকা ঘিরে ফেলে ৷”পুলিশের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “বোরখা পরে এক বাইকআরোহী মদের দোকানের সামনে এসে বাইকে চেপে পালিয়ে যায় দোকানের জানলা দিয়ে একটি গ্রেনেড ভেতরে ছুড়ে৷”

বিস্ফোরণে মৃত ব্যক্তির নাম বকরা রাজৌরি, বয়স ৫২ বছর ৷ এই ঘটনার খবর পেয়েই পুলিশের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে যান৷ পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে গোটা এলাকা ঘিরে ফেলে৷ এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ৷ আশপাশের এলাকায় অভিযুক্ত জঙ্গিরা লুকিয়ে রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *