ছাত্রীর মৃত্যুতে ব্যাপক রণক্ষেত্র হল ভুবনেশ্বর, নির্যাতিতার বাবাকে পাশে থাকার বার্তা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর
বেস্ট কলকাতা নিউজ : কলেজের বিভাগীয় প্রধানের যৌন হেনস্থার প্রতিবাদে গায়ে আগুন দিয়েছিলেন ১ কলেজ ছাত্রী ৷ যার জেরে চিকিস্সা চলাকালীনই মৃত্যুও হয় তাঁর ৷ এই মর্মান্তিক ঘটনার পর ছাত্রীর বাবার সঙ্গে ফোনে কথা বলে অবশেষে পাশে থাকার আশ্বাস দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ এর পাশাপাশি ছাত্রীর মৃত্যর ঘটনায় ভূবনেশ্বরে বিক্ষোভ দেখাতে গিয়ে প্রবল পুলিশি বাধার মুখে পড়ে বিজেডি ৷ যার জেরে কার্যত এদিন রণক্ষেত্রের চেহারা নিল ভুবনেশ্বরের একাধিক এলাকা ৷

এদিকে ফোনে কথা বলার বিষয়টি সোশাল মিডিয়ায় জানিয়েছেন রাহুলগান্ধী ৷ কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি আরোও লেখেন, “ওড়িশার বালেশ্বরে ন্যায়ের জন্য লড়াই করে মৃত্যু হয়েছে সাহসী মেয়ের ৷ তাঁর বাবার সঙ্গে আমি কথা বলেছি ৷ তাঁকে ভরসা দিয়েছি ৷ কংগ্রেস এবং আমি প্রত্যেক পদে তাঁর সঙ্গে আছি ৷ যা হয়েছে, তা শুধু অমানবিক এবং লজ্জার বিষয় নয়, সমগ্র সমাজের জন্য একটি ক্ষত ৷ যাই হোক না কেন, আমরা নিশ্চিত করব যাতে নিপীড়িত পরিবার ন্যায় বিচার পায় ৷”
আবার নির্যাতিতার বাবা বলেন, “রাহুল গান্ধি আমার সঙ্গে কথা বলেছেন ৷ আমার মেয়ের মৃত্যুতে তিনি দুঃখ প্রকাশ করেছেন ৷ ঘটনা প্রসঙ্গে খোঁজখবরও করেন ৷ তিনি জানান, সারা দেশ আমাদের সঙ্গে আছে ৷ সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন ৷ আমার মেয়ে যাতে বিচার পায়, তা নিশ্চিত করতে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব ৷ যারা এই ধরনের অপরাধ করেছে, তাদের জন্য কঠোর আইনের বন্দোবস্ত করা উচিত ৷”