ছাদ থেকে লাফ দিয়ে ১ ছাত্রী আত্মঘাতী হল শিলিগুড়ির কদমতলার মেডিকেল মোড় এলাকায়
শিলিগুড়ি : শিলিগুড়ির মেডিকেল মোড় কদম তলায় ছাদ থেকে লাফ দিয়ে আত্মঘাতী হলো এক ছাত্রী।জানা গেছে তার মা বিএসএফ কদম তলায় কর্মরত। তারা বিএসএফের কোয়াটারে থাকতেন। এদিন সকালে উঠে স্কুলে যাবার নাম করে বাড়ি থেকে বের হয়,কিন্তু স্কুলে না গিয়ে সে একটি আবাসনে গিয়ে ঢোকে। তারপর ওই আবাসনের আটতলায় চলে যায় । এবং সেখান থেকে নিচে লাফ দেয় সে। সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। তার মৃত্যুকে ঘিরে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে । এদিকে তার বাড়িতে খবর দেওয়া হলে ছুটে আসেন তার পরিবারের লোকজনেরা। কি কারনে আত্মঘাতী হলো ওই ছাত্রী জানা না গেলেও মনে করা হচ্ছে পড়াশোনার বিষয় নিয়ে সে প্রচন্ডভাবে চিন্তার মধ্যে ছিল। সেই কারণেই সে এই সিদ্ধান্ত নিয়েছে বলেই অনুমান করা হচ্ছে। জানা গেছে যথেষ্ট মেধাবী ছিল ওই ছাত্রী, তার বন্ধুরা জানিয়েছে সবার সাথে সহযোগিতা করতো সে। তার মৃত্যুতে এমনকি ভেঙে পড়েছে তার বন্ধুরাও।
