ছোটবেলায় ছেড়ে যাওয়া মায়ের ভরণপোষণ, মাসে ১০ হাজারের বেশি দিতে নারাজ নাবিক ছেলে
বেস্ট কলকাতা নিউজ : ছোটবেলায় তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন মা । অবশেষে সেই বৃদ্ধা মায়ের ভরণপোষণ দিতে রাজি হলেন নাবিক ছেলে ৷ মাকে মাসে ১০ হাজার টাকা দিতে পারবেন বলে ওই ব্যক্তি জানান কলকাতা হাইকোর্টে । তবে বৃদ্ধার পক্ষের আইনজীবী জানান , এই সামান্য টাকায় তাঁর ভরণপোষণ চালানো সম্ভব নয় ৷ বিচারপতি অমৃতা সিনহা কল্যাণীর মহাকুমা শাসক অভিজিৎ সামন্তকে নির্দেশ দিয়েছেন, আগামী ৬ ডিসেম্বরের মধ্যে ২০০৭ সালের প্রবীণ নাগরিকদের ভরণপোষণ সংক্রান্ত আইন অনুযায়ী মাসিক কত টাকা মাকে দিতে হবে ছেলেকে, তা ঠিক করবেন তিনি । অবশেষে বুধবার মামলাটির নিস্পত্তি করেন বিচারপতি ।
আদালত সূত্রে জানা গিয়েছে, লেকটাউনের বাসিন্দা এই বৃদ্ধার গত বছর থেকে বিভিন্নরকম শারীরিক অসুস্থতা ধরা পড়ে । লিভারের সমস্যা-সহ একাধিক সমস্যা দেখা দেয় তাঁর । লেকটাউনে তিনি একাই থাকতেন । বছর ১৫ আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে । বৃদ্ধার দাবি, ভবিষ্যতে ছেলে তাঁর দায়িত্ব নেবে, এই আশাতেই তাঁর আর্থিক সামর্থ্যের সবটাই ছেলের লেখাপড়ার পিছনে খরচ করেছিলেন ৷ কিন্তু এখন আর তাঁকে দেখার কেউ নেই বলে অভিযোগ ।

আদালতে বৃদ্ধার আরও দাবি, তিনি গত বছর অসুস্থ হওয়ার পর থেকে নানারকমভাবে প্রশাসন ও ছেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন । কিন্তু পেরে ওঠেননি । অবশেষে নদিয়ার কল্যাণীর এক বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ হয় তাঁর । সেখানেই তিনি এখন থাকেন । তবে তাঁর ভরণপোষণের খরচ দেওয়ার কেউ নেই । আছে বলতে একমাত্র ছেলে । সেই ছেলে বর্তমানে জাহাজে চাকরি করেন । পেশায় নাবিক ।
কিন্তু ছেলের বক্তব্য, মা ১৫ বছর আগে তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন ৷ মায়ের সঙ্গে তারপর থেকে কার্যত কোনও যোগাযোগই ছিল না । ছোট থেকে মায়ের স্নেহ ও ভালোবাসা ছাড়াই মামা বাড়িতে বড় হয়েছেন ৷ মা প্রয়োজনের সময় তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন, তার সঙ্গে যোগাযোগ রাখেননি ৷ সুতরাং মায়ের দায়িত্ব নিতে পারবেন না তিনি ৷ ছেলের এই বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য ছিল, হাজার হোক তিনি মা । তাঁকে ভরণপোষণ দেওয়ার মতো ছেলের আর্থিক সামর্থ্য রয়েছে । তাই মায়ের সঙ্গে দেখা করতে না-চাইলেও তিনি যেখানে বৃদ্ধাশ্রমের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলেই হবে ৷ কিন্তু ছেলে কত টাকা দিতে পারবেন বৃদ্ধা মাকে, তার পরিমাণ জানাতে হবে আদালতকে ।
অবশেষে এদিন মামলার শুনানিতে ছেলে কলকাতা হাইকোর্টে জানিয়েছেন, মাসে ১০ হাজার টাকা ভরণপোষণ দিতে পারবেন তিনি মাকে ৷ কিন্তু মায়ের আইনজীবী আদালতে জানান, বর্তমানে ওই বৃদ্ধার শরীরের নীচের অংশ পক্ষাঘাতগ্রস্ত । হুইলচেয়ার ছাড়া চলতে পারেন না তিনি । পাশাপাশি আরও নানারকম শারীরিক সমস্যা রয়েছে তাঁর । তাই এই সামান্য টাকায় ভরণপোষণ সম্ভব নয় বৃদ্ধার । এরপরেই বিচারপতি নির্দেশ দেন, বৃদ্ধা এখন যেহেতু কল্যাণীতে থাকেন, তাই সেখানকার মহাকুমা শাসক বিষয়টি বিবেচনা করে তিনি ঠিক করবেন যে কত টাকা ছেলে তাঁর বৃদ্ধা মাকে ভরণপোষণের জন্য দেবেন ৷