জগদ্দলের জুটমিল বন্ধ হল শ্রমিক-মালিক কাজিয়ায় , ফের কর্মহীন হল চার হাজার শ্রমিক ও কর্মচারী
বেস্ট কলকাতা নিউজ : জগদ্দলের JJI জুটমিল ফের বন্ধ হয়ে গেল শ্রমিক-মালিক কাজিয়ার জেরে। কর্মহীন হয়ে গেলেন স্থায়ী-অস্থায়ী মিলিয়ে প্রায় চার হাজার জন শ্রমিক। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে উইন্ডিং বিভাগের শতাধিক অস্থায়ী কর্মীরা আন্দোলনে সামিল হয়েছিলেন স্থায়ীকরনের জন্য। এদিকে অভিযোগ ওঠে আন্দোলনকারী শ্রমিকরা মিলের ভেতরে ভাঙচুর চালায় বলেও।
আর এই ঘটনায় ক্ষুব্ধ মিল কর্তৃপক্ষ তারপর মিল বন্ধ করে দেয়। ভাঙচুর চালানোর অভিযোগে পুলিশ চারজনকে আটক করে । এমনকি উত্তেজনা থাকায় ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনীকেও মোতায়ন করা হয় মিলের গেটে । ঘটনাস্থলে এসে মিলের আধিকারিকদের সাথে কথা বলতে আসেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। জানা যায় মিলের আধিকারিকরা রাজি হয় নি এমনকি বিধায়কের সাথে কথা বলতেও।