পুরসভার অভিনব উদ্যোগ আলিপুরদুয়ারকে পরিচ্ছন্ন রাখতে, এল ব্যাটারিচালিত ময়লা তোলার গাড়ি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আলিপুরদুয়ারকে পরিচ্ছন্ন রাখতে অবশেষে উদ্যোগী হল সেখানকার পুরসভা। পুরসভার জঞ্জাল সাফাই বিভাগ জঞ্জাল ফেলার বালতি বিতরণ করেছেন এমনকি প্রতিটি বাড়ির বাসিন্দাদেরকেও। তবে এবার আলিপুরদুয়ার পুরসভায় ঢাকনাযুক্ত ব্যাটারিচালিত তিন চাকার ময়লা তোলার গাড়ি আসলো সুষ্টভাবে শহরের জঞ্জাল সংগ্রহ করার জন্য। সোমবার পুরসভা এসে পৌঁছয় এই ধরণের প্রায় ১৪টি গাড়ি। পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, আধুনিক ময়লা তোলার এই গাড়িগুলিতে আবর্জনা বোঝাই পাত্র সংগ্রহ করা হবে আলিপুরদুয়ার পুরসভার বিভিন্ন এলাকা থেকে।

পুরসভা সূত্রে আরও জানা গেছে এরপর আরও ৮৩টি তিন চাকার ট্রাইসাইকেল নিয়ে আসবে আলিপুরদুয়ার পুরসভা কর্তৃপক্ষ। উল্লেখ্য সোমবার আলিপুরদুয়ার পুরসভার কর্মীরা আবর্জনা রাখার বালতি বিলি করেন বেলতলা এলাকার প্রতিটি বাড়ির বাসিন্দাদের কাছে। আবর্জনা ফেলার ছোট ছোট ভ্যাটও রাখা হয় এমনকি রাস্তার পাশে।পুরসভা বাসিন্দাদের কাছে আবেদন জানিয়েছে ওই বালতিগুলিতে তাদের বাড়ির আবর্জনা সংগ্রহ করে রাস্তার পাশে রাখা ওই ভ্যাটে ফেলার জন্য। পরে ব্যাটারিচালিত আবর্জনা তোলার গাড়িগুলি ওই সমস্ত ভ্যাট থেকে আবর্জনা সংগ্রহ করে নিয়ে আসবে। পরে তিন চাকার ট্রাইসাইকেল এলে সেগুলিকেওলাগানো হবে এই একই কাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *