জঞ্জালে জর্জরিত শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ড, কোন আবর্জনাই পরিষ্কার হয় না- এমনই অভিযোগ সংশ্লিষ্ট এলাকার স্থানীয় মানুষের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ি পুরসভার এক নম্বর ওয়ার্ড বহুদিন ধরে জঞ্জালে ঘিরে আছে।শিলিগুড়ি কর্পোরেশনের এই ওয়ার্ডের প্রায় সর্বত্রই একই দুরবস্থা। এদিকে বাসিন্দাদের পক্ষ জানানো হয় ম্যালেরিয়া ডেঙ্গু সহ নানা রোগ ছড়ানো তো বটেই, দুর্গন্ধে বসবাস করা-ই চরম দুঃসাধ্য। নাগরিকদের পক্ষে অনেকবার স্থানীয় কাউন্সিলর এবং ঊর্ধতন পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোন কাজের কাজই হয়নি। একবার আবর্জনা পরিষ্কার করে যায় পুরসভার লোকজন তারপরে তিন মাস আর দেখা পাওয়া যায় না তাদের, এই অভিযোগ ওই ওয়ার্ডের সাধারণ মানুষের।

তারা আরো অভিযোগ করেন দিনের পর দিন এই একই অবস্থা চলে আসায় মাঝে তারা দু একবার ডেপুটেশনও দিয়েছিলেন কিন্তু একবার কাজ হয়ে যাওয়ার পরে আবার বন্ধ হয়ে গেছে কাজ। ফলাফল যা হওয়ার তাই হয়েছে রোজ আবর্জনা ফেলতে ফেলতে একেবারে আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। এলাকার মানুষেরা জানিয়েছেন বাইরে থেকে এসে মানুষ এই ওয়ার্ডে জঞ্জাল ফেলে যায় , তারা দেখেন নোংরা জায়গা হয়ে আছে তার উপরেই নোংরা ফেলে যায় তারা। দিনের পর দিন চলতে থাকায় বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে এই ওয়ার্ডে। প্রতিবছর ডেঙ্গু হয় , সচেতনতা বলতে কিছুই থাকেনা , ম্যালেরিয়ার ক্ষেত্রেও একই অবস্থা। সবচেয়ে ভয় বাড়ির বয়স্ক এবং বাচ্চাদের নিয়ে, তাদেরই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কাউন্সিলরকে জানানো হয় , কিন্তু সেভাবে কোন পদক্ষেপ নেওয়া হয় না বলে অভিযোগ ওই এলাকার স্থানীয় মানুষের। তারা এও জানিয়েছেন দিনের পর দিন এই অবস্থা তৈরি হওয়ায় প্রচন্ড হতাশ হয়ে পড়ছেন তারা। অবিলম্বে সমস্যার সমাধান হোক এই দাবিও জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *