জঞ্জাল ফেলা নিয়ে চরম উত্তেজনা ছড়ালো শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডে
শিলিগুড়ি : দিনের পর দিন একই সমস্যা তৈরি হচ্ছে, শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডে। রাস্তার বিভিন্ন জায়গা জমা হচ্ছে ময়লা। এলাকার মানুষের অভিযোগ ঘরের লোকরা তো বটেই এমনকি বাইরে থেকে মানুষ এসেও জঞ্জাল ফেলে যাচ্ছে। যার থেকে ডেঙ্গু এবং ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। বারবার বলা হচ্ছে এলাকার কাউন্সিলর কে তিনি পদক্ষেপ নেওয়ার পরেও সমস্যার সমাধান হচ্ছে না কোনোভাবেই। ক্ষুদ্ধ এলাকার বাসিন্দারা জানিয়েছেন মাঝে মাঝে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে জনা পরিষ্কার করেন, কিন্তু সেটা তো তাদের পক্ষে সম্ভব নয় রোজ রোজ। যারা পরিষ্কার করতে আসেন তারা জানিয়েছেন নিয়মিত সকাল সন্ধ্যা সকাল দুপুরে তারা এসে ময়লা পরিষ্কার করে যান। তারপরও যদি ময়লা থাকে তবে তার জন্য তারা তো দায়ী নন। কেউ যদি অবেলায় এসে ময়লা ফেলে যায় তারা কতবার এসেছে সেটা পরিষ্কার করবেন?

এলাকার কাউন্সিলর সঞ্জয় পাঠক জানান তার মাথায় এসেছে, তুমিও শুনেছেন বাসিন্দাদের ক্ষোভের কথা। কিন্তু তিনিও বা কি করবেন, তার পক্ষেও কোনোভাবে সম্ভব নয় দিনে চার থেকে পাঁচ বার এই ব্যাপারটির উপর লক্ষ্য রাখা। সিপিএম এবং বিজেপি দুদল ই ক্ষুব্ধ পুরসভার কাজকর্ম কে নিয়ে, তারাও জানিয়েছেন এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। যেখানে জঞ্জাল সাফাইয়ে এত আধুনিকীকরণ হচ্ছে সেখানে এত সমস্যাই বা তৈরি হবে কেন? আর সত্যিই তো এত রোগ হলে তার জন্য দায়ী থাকবেই বা কে? পুরসভা মানুষের ভোটে এসেছে যে মানুষকে পরিষেবা দাওয়া তাদের দরকার মত তৃণমূলের এই এক কাউন্সিলর এর। শেষটা কি হবে?