জন্মদিন পালন হলো শিলিগুড়ির বিধান মার্কেটের হেরিটেজ নেতাজি কেবিনে
শিলিগুড়ি : জন্মদিন পালন হলো শিলিগুড়ির বিধান মার্কেটের নেতাজি কেবিনে। মূলত জন্মদিন সবার হোটেলে হয়, বাড়িতে হয় এমনকি রিসোর্টেও হয়, কিন্তু নেতাজি কেবিনে জন্মদিন পালন করা যেন একটা আলাদা অনুভূতি। নেতাজি কেবিন বলতেই নানাভাবে নানা ধরনের স্মৃতি উঠে আসে। এর মধ্যে বিভিন্ন ধরনের স্মৃতি আলাদা আলাদা বার্তা বহন করে। মালিক প্রণব বাবু জানান আমি মনে করি আমার এখানে যারা আসেন এবং যারা খেতে ভালোবাসেন তারা আমার দোকানকে নিজের মতো ভাবেন। আমাদের নিজের বাড়ির লোকেদের মত ভাবেন। তাইতো তারা তাদের বিভিন্ন আনন্দের মুহূর্ত এখানে এসে মিশিয়ে দিয়ে যান। তেমনি আজ জন্মদিন পালন হলো নেতাজি কেবিনে। কেক কাটা হলো এবংসেই কেক খাওয়া হলো। সবাইকে কেক দিয়ে আপ্যায়ন করা হলো। যারা এখানে আসেন তারাও কেকের ভাগ পেলেন। সত্যিই এদিন এক অনন্য ঘটনা সাক্ষী হয়ে থাকলো শিলিগুড়ির বিধান মার্কেটের হেরিটেজ নেতাজি কেবিন।


