“জয় শ্রী রাম” স্লোগান দেওয়ানোর নির্দেশে চরম বিতর্কে জড়ালো তামিলনাড়ুর রাজ্যপাল, অপসারণ দাবি উঠলো শিক্ষাবিদদের তরফ থেকে
বেস্ট কলকাতা নিউজ : তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি বিতর্কে জড়িয়েছেন মাদুরাইয়ের এক সরকার পোষিত কলেজে ছাত্রদের “জয় শ্রী রাম” স্লোগান দিতে বলায়। এই ঘটনার পর শিক্ষাবিদদের সংগঠন ‘স্টেট প্ল্যাটফর্ম ফর কমন স্কুল সিস্টেম–তামিলনাড়ু’ (SPCSS-TN) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে রাজ্যপালকে অপসারণের দাবি জানিয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক পি.বি. প্রিন্স গজেন্দ্র বাবু এক বিবৃতিতে বলেন, “সংবিধানের ১৫৯ অনুচ্ছেদের লঙ্ঘন করে রাজ্যপাল ধর্মীয় পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন, যা তাঁর সাংবিধানিক দায়িত্বের পরিপন্থী।”রাজ্যপালের এই আচরণকে শিক্ষাক্ষেত্রে ধর্মীয় প্রচার এবং ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করে SPCSS-TN আরও বলে, “তামিলনাড়ুর শিক্ষাব্যবস্থা ধর্মনিরপেক্ষ; এখানে সব ধর্মীয় পাঠ্য উপস্থাপন করা হয় নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে।”
এদিকে ছাত্ররা স্লোগান দেওয়ার কথা বলার সময় চুপচাপ থাকলেও দিলেও সংগঠনটির বক্তব্য, তারা কলেজের সম্মান রক্ষার্থে তা করেছে। শিক্ষাবিদরা দাবি করেছেন, সংবিধানের ৫১(ক) অনুচ্ছেদ অনুযায়ী বৈজ্ঞানিক মনোভাব ও যুক্তিবাদ বিকাশের যে দায়িত্ব নাগরিকদের, তা থেকেও রাজ্যপাল সরে এসেছেন। SPCSS-TN রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছে, যেন অবিলম্বে আর এন রবিকে রাজ্যপালের পদ থেকে অপসারণ করা হয়।