এবার মাত্র ১৯৮ টাকায় দুর্দান্ত আনলিমিটেড ইন্টারনেট প্ল্যান নিয়ে এলো Jio Fiber

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

মুকেশ আম্বানির সংস্থা জিও (Jio) এখন টেলিকম বাজারের রাজত্ব করার পাশাপাশি ব্রডব্যান্ড (Broadband) সহ অন্যান্য বিভিন্ন সেক্টরের রাজত্ব করছে। সেই রকমই এবার এই সংস্থার তরফ থেকে তাদের Jio Fiber গ্রাহকদের জন্য এমন একটি দুর্দান্ত প্ল্যান আনা হলো যা কল্পনার বাইরে। সংস্থার তরফ থেকে Jio Fiber গ্রাহকদের জন্য আনা হয়েছে মাত্র ১৯৮ টাকার একটি প্ল্যান। এই প্ল্যানটি ব্যবহার করে গ্রাহকরা আনলিমিটেড ইন্টারনেট করার সুযোগ পাবেন। সংস্থার তরফ থেকে নতুন যে প্ল্যানটি আনা হয়েছে তার নাম দেওয়া হয়েছে JioFiber Backup। এই প্ল্যানটির এমন নাম দেওয়ার কারণ হল, যে সকল গ্রাহকদের ব্রডব্যান্ড রয়েছে তারা এই প্ল্যানটি সেকেন্ডারি ব্যাকআপ প্ল্যান হিসাবে ব্যবহার করতে পারেন। যদি হঠাৎ করে তাদের মূল ব্রডব্যান্ড পরিষেবার ব্যাঘাত ঘটে তাহলে JioFiber Backup প্ল্যান ব্যবহার করে নিজেদের কাজ নিরবিচ্ছিন্নভাবে চালাতে পারবেন। গ্রাহকদের নতুন এই প্ল্যানটির জন্য প্রতি মাসে ১৯৮ টাকা করে খরচ করতে হবে। ১৯৮ টাকা করে খরচ করলেই ১০ mbps স্পিডে আনলিমিটেড ইন্টারনেট করা যাবে। যে সকল গ্রাহকরা এই প্ল্যান নিতে চান তাদের একসঙ্গে পাঁচ মাসের প্ল্যানের দাম অর্থাৎ ৯৯০ টাকা পেমেন্ট করতে হবে। আর এর সঙ্গে প্রথমবার ইনস্টলেশন চার্জ হিসাবে গ্রাহকদের দিতে হবে ৫০০ টাকা। এর পাশাপাশি এই প্ল্যানের সঙ্গে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলের সুবিধা। এছাড়াও গ্রাহকরা যেকোনো সময় তাদের ইন্টারনেট স্পিড বাড়াতে পারবেন। ইন্টারনেট স্পিড ১০ এমবিপিএস থেকে ১০০ এমবিপিএস পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। এমনকি দিনের ভিত্তিতেও ইন্টারনেট স্পিড বাড়ানো যেতে পারে। যেমন ৩০ এমবিপিএস স্পিড পেতে একদিনের জন্য খরচ হবে ২১ টাকা, ২ দিনের জন্য খরচ হবে ৩১ টাকা এবং ৭ দিনের জন্য খরচ হবে ১০১ টাকা। একইভাবে ১০০ এমবিপিএস স্পিড বৃদ্ধি করার ক্ষেত্রে খরচ রাখা হয়েছে যথাক্রমে ৩২, ৫২ এবং ১৫২ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *