জলপাইগুড়িতে ডি ওয়াই এফ আই এর ইনসাফ যাত্রায় মানুষের ঢল
জলপাইগুড়ি : গোটা রাজ্যের মতন জলপাইগুড়িতেও শুরু হয়েছে ডি ওয়াই এফ আই এর ইনসাফ যাত্রা। এদিন সকালেই যুব নেত্রী মীনাক্ষী মুখার্জীর নেতৃত্বে জলপাইগুড়ির কদমতলা থেকে শুরু হয়ে যায় ডি ওয়াই এফ আই এর ইনসাফ যাত্রা। সকাল থেকেই এই মিছিল নিয়ে মানুষের ঢল নামে জলপাইগুড়িতে। উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই এর যুব নেতৃত্ব। এদিন মীনাক্ষী মুখার্জী জানান কেন্দ্র এবং রাজ্যে মানুষের প্রতি অবিচার চলছে। টাকা দিয়ে মানুষের মৌলিক অধিকার কেনে নেওয়া হচ্ছে। আজ চাকরী নেই কোন ব্যাবসা নেই। কর্মীদের ছাটাই করে দিচ্ছে সরকার। সিপিএম এর তীব্র প্রতিবাদ করবে। শিক্ষিত যুব যুবতীদের কোন দাম নেই এই বিজেপী এবং তৃণমূল কংগ্রেসের জামানায়। চারিদিকে দুর্নীতির কারনে আজ সোনার বাংলা কলুষিত। আমাদের মুখ্যমন্ত্রী সবকিছু জেনেও চুপচাপ বসে আছেন। কারন একদিন এমন আসছে তার আশেপাশের কেউ থাকবে না। নেতাদের ঝা চকচক করছি বাড়ি এবং গাড়ি অন্যদিকে কর্মীরা দুমুঠো ভাতের জন্য একের পর এক ইন্টাভিউ দিয়ে চলেছেন। টাকা কার হাতে কেউ জানেন না, মুখ্যমন্ত্রীর আমলে শুধুমাত্র মন্ত্রীরাই কোটি কোটি টাকা লাভ করেছেন। আজকের ইনসাফ যাত্রা শুধুমাত্র গোটা রাজ্যের নয় গোটা দেশের মানুষের জন্য। যেটা তাদের নুন্যতম অধিকার সেটাই আপাতত তাদের দেওয়া হোক। এমনটাই জানালেন মীনাক্ষী মুখার্জী।