বিজয়া সন্মিলনীতে জেলা সভাপতি জানালেন সামনে কঠিন লড়াই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

দার্জিলিং : বিজয়া সন্মিলনীতে জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানালেন সামনে অনেক কঠিন লড়াই। আমাদের একসাথে লড়াই করতে হবে এবং সেই লড়াই সংগবদ্ব হতে হবে। আমাদের কর্মীরা অনেক দিন থেকেই বিজেপীর বিরুদ্ধে লড়াই করছে তাই তাদের সন্মান দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। জেলা সভাপতি পাপিয়া ঘোষ আরো জানান আমাদের কাজ মানুষের জন্য কাজ করে যাওয়া, তাই আমার একমাত্র চিন্তা কিভাবে এই সংবাদ মানুষের মধ্যে পৌছে দেওয়া যায়। জেলা সভাপতি জানান আমি মানুষের মাধ্যমে কর্মে বিশ্বাস করি এর উপরে আর কিছুই হতে পারে না। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল বাংলার সব জায়গা থেকেই জয়লাভ করবে। আর মানুষ তৃণমূল কংগ্রেসকেই চায় এটা মানুষ দেখিয়ে দেবে। বিজেপী একটা দেশ চালাতে গিয়ে দেশের মানুষের সর্বনাশ করে দিচ্ছে। এটা বন্ধ করতেই হবে আমাদের। এই লোকসভা বিজেপীর জন্য বিদায়ী লোকসভা। সেটা মানুষ ঠিক করে দেবে। রাজ্যে তৃণমূল কংগ্রেস এবারের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে ক্ষমতায় আসবে। আর তাই আমাদের সবাইকে এক হয়ে লড়াই করতে হবে। এই বিজয়া সন্মিলনী মানুষের সাথে মানুষের এবং কর্মীদের সাথে কর্মীদের মিলনস্থল। তাই এই ধরনের জমায়েত প্রচণ্ডভাবে জরুরী। এদিন জেলা সভাপতির সাথে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার নেতৃত্ব। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সকল পুরুষ এবং মহিলা কর্মীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *