জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে সংরক্ষণ করা হচ্ছে ময়ূর এবং ময়ূরের ডিম, বাহবা দিচ্ছেন সাধারণ মানুষ
জলপাইগুড়ি : জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে সংরক্ষণ করা হচ্ছে ময়ূর এবং ময়ূরের ডিম বাহবা দিচ্ছেন সাধারণ মানুষ। ময়ূরের ডিম সংরক্ষণ করে বাইরে পাঠাতে চাইছেন সেখানকার স্থানীয় মানুষজন । সেখানকার স্থানীয় বাসিন্দারা জানান এখানে ময়ূর আসে বিভিন্নভাবে, তারা এখানে পছন্দ করে থাকতে। স্থানীয় মানুষ তাদের জন্য আলাদা আলাদা ভাবে থাকবার জায়গা করে দিয়েছেন। খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। ডিম পারে একেবারে নীরবে এবং নির্জনে। এখানকার আবহাওয়া এবং পরিবেশ ময়ূরকে সহায়তা করে ডিম পাড়তে। এখানকার বহু মানুষ বিশেষ করে বলতে গেলে এলাকার স্থানীয় যুবকদের একটা উপার্জনের জায়গা হতে চলেছে এই ময়ূরের ডিম। যেটা প্রচন্ডভাবে জনপ্রিয়তা পেয়েছে এখানকার স্থানীয় মানুষের মধ্য। বহু বেকার যুবক আছে যারা ময়ূরের ডিম সংরক্ষণ করতে চাইছে। তাছাড়া বাইরে থেকে যারা আসছেন, ময়ূর দেখে তাদের প্রচন্ডভাবে আগ্রহ বেড়েছে, এখানকার পরিবেশ এবং স্থানীয় মানুষের সম্পর্কে।

মূলত ,ডেঙ্গুয়াঝাড় চা বাগান একটি বিখ্যাত চা বাগান জলপাইগুড়ির মধ্যে। এখানকার স্থানীয় বাসিন্দারা এই চায়ের চাষকে জীবিকা হিসেবে নিয়েই তাদের দিন যাপন করেন। তার উপরে ময়ূর সংরক্ষণ করা, এবং ময়ূরের ডিমকে সংরক্ষণ করা তাদের কাছে একটা নেশার মতো হয়ে গেছে। সাধারণ মানুষও বাহবা দিচ্ছেন। এদিকে অনেকেই ভাবছেন ময়ূর হয়তো এই সব এলাকার আমূল পরিবর্তন ঘটিয়ে ফেলবে।