জলপাইগুড়ি পুলিশ জেলাজুড়ে সাইকেলে রিফ্লেক্টর লাগাচ্ছে দুর্ঘটনা আটকাতে
বেস্ট কলকাতা নিউজ : মোটরসাইকেলের পর এবার জলপাইগুড়ি জেলা পুলিশ দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে উদ্যোগী হল সাইকেল আরোহীদেরকেও। জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, তিনি লক্ষ্য করেছেন রিফ্লেক্টার লাগানো থাকছে না অধিকাংশ সাইকেলে। ফলে দেখতে না পেয়ে অন্ধকার রাস্তায় বাইক বা অন্যান্য গাড়ির সঙ্গে সাইকেলের ধাক্কা লাগছে। বেড়ে যাচ্ছে দুর্ঘটনাও। পরিস্থিতির সরেজমিন দেখে সম্প্রতি তিনি নির্দেশ দেন অবিলম্বে লাল ও হলুদ স্টিকার লাগাতে হবে জেলার সমস্ত থানার অধীনে যেই সব সাইকেল চলাচল করে সেই গুলিতে। নির্দেশ পেয়ে পুলিশও নড়েচড়ে বসে।
পুলিশ কর্মীদেরকেও দিনে ও রাতে সাইকেল গুলিতে রিফ্লেক্টার স্টিকার লাগাতে দেখা যায় জলপাইগুড়ি জেলার বিভিন্ন থানা এলাকায়। বুধবার ডেঙ্গুয়াঝাড় এলাকায় ওই কর্মসূচি শুরু হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পক্ষ থেকে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার ওসি (ট্রাফিক) শান্তা শীল বলেন, প্রচুর ছাত্র ছাত্রী এবং শ্রমিক রয়েছে এই এলাকায়। যারা সাইকেল ব্যবহার করেন। তাই আমরা এই ডেঙ্গুয়াঝাড় এলাকা থেকেই এই কর্মসূচি শুরু করলাম। পরবর্তীতে এই কর্মসূচি নেওয়া হবে জেলার অন্য জায়গাতেও।