জলপাইগুড়ি মাড়োয়ারী যুব মঞ্চের গ্রেটার শাখার পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য দেওয়া হল বাই সাইকেল ও হুইলচেয়ার
জলপাইগুড়ি : বিশেষ চাহিদা সম্পন্ন খুদে ও বয়স্কদের সরঞ্জাম তুলে দিল জলপাইগুড়ি মাড়োয়ারী যুব মঞ্চের গ্রেটার শাখার পক্ষ থেকে। জলপাইগুড়ি শহরের দিন বাজার সংলগ্ন ছোট গোশালায় এক কর্মসূচির মধ্য দিয়ে জেলার বিভিন্ন প্রান্তের বিশেষ চাহিদা সম্পন্নদের হুইলচেয়ার সহ অন্যান্য সরঞ্জাম গুলি তুলে দেওয়া হয়। উপস্থিতি ছিলেন জলপাইগুড়ি সাংসদ জলপাইগুড়ি বিধায়ক প্রদীপ কুমার বর্মা সহ অন্যান্যরা। উদ্যোক্তাদের তরফে জানানো হয় সমাজসেবা মূলক কাজ তাঁরা সারা বছর করে থাকেন।
২০টি হুইলচেয়ার,৩২টি কানে শোনার যন্ত্র, তিনটি অয়াকার, তিনটি ক্রাক্স, এছাড়া ট্রাই সাইকেল, তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উদ্যোগ নিয়ে যারা সামনে এসে এই কাজ করেছেন তারা জানিয়েছেন সারা বছর ধরে তারা একটানা কাজ করে থাকেন, এদের মধ্যে সাইকেল প্রদান ছাড়াও আছে দুস্থদের জন্য খাওয়ার ব্যাবস্থা করা এবং তাদের ছেলেমেয়েদের পড়াশোনার যাবতীয় ব্যাবস্থা করা। তারা এও জানান তাদের মুল লক্ষ্য হল হল মানুষের কাছে পৌছে তাদের সমস্যা মিটিয়ে দেওয়া। আগামীদিনেও আরো উন্নয়ন মুলক কাজ করবেন বলে জানান তারা।