জল নেই শহর শিলিগুড়িতে, চরম যন্ত্রণায় ভুগছেন এলাকার সাধারণ মানুষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : আবার জলের যন্ত্রণা শহর শিলিগুড়িতে, বিগত কিছুদিন ধরে সমস্যা বাড়ছিল জলের, অবশেষে এদিন সেটা চূড়ান্ত পর্যায়ে চলে যায়। এদিকে শিলিগুড়ি বেশ কয়েকটি ওয়ার্ডে জল আসবে না আগের থেকেই ঘোষণা করা হয়েছিল, কোন কোন জায়গায় এক বেলা আসছিল এক বেলা আসছিল না। এদিন সকাল হতেই জলের বালতি নিয়ে এক প্রান্ত থেকে এক প্রান্তে দৌড়াতে দেখা যায় বাড়ির পুরুষ এবং মহিলাদের। অনেকেই জানান ছুটির দিনে জল একটু বেশিই লাগে। তাই পরে যদি না পাওয়া যায় তাই আগের থেকেই জল সঞ্চয় করে রাখা। এদিকে আবার মেয়র সরাসরি কথা বলেন জনসাধারণের সাথে, এখানেও জলের সমস্যা নিয়ে কথা উঠে আসে।

এদিন মেয়র জানান গত কয়েক বছর ধরেই চলছে জলে সমস্যা, আমরা চেষ্টা করছি তার সমাধান করার। সময় লাগছে তবুও মিটে যাবে আশা করছি । মেয়র বলার পরও এদিন সকালেও বেশ কয়েকটি ওয়ার্ডে জল আসেনি । জল আসলেও এদিন খুব সরু হয়ে জল পড়তে দেখা যায় । জল নিয়ে বারে বারে সমস্যায় পড়ছেন শিলিগুড়ির মানুষ , এবারও তার কোনো ব্যতিক্রম হলো না। জলের সাথে জড়িত ইঞ্জিনিয়ার বা বাস্তুকাররা জানিয়েছেন নিচের থেকে জল আসছে না ঠিকমত, জল না জমলে জল উঠবে কি করে? তাই সমস্যা তো সমস্যাতেই থেকে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *