জাতীয় সেরার শিরোপা মাত্র ১৬ বছর বয়সেই , জুনিয়র মিস ইন্ডিয়ার মুকুট জিতলেন মালদার প্রিন্সিপ্রিয়া
নিজস্ব সংবাদদাতা : বাংলার গর্বে আরও এক নতুন অধ্যায়। রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় জুনিয়র মিস ইন্ডিয়া খেতাব জিতে নজির গড়ল মালদার কিশোরী প্রিন্সিপ্রিয়া ভৌমিক। মাত্র ১৬ বছর বয়সেই জাতীয় মঞ্চে সেরার স্বীকৃতি পেয়ে গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করেছে সে। মালদা জেলার ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর গভর্নমেন্ট কলোনির বাসিন্দা প্রিন্সিপ্রিয়া একাদশ শ্রেণির ছাত্রী। বাবা সুরজিৎ ভৌমিক একজন ব্যবসায়ী এবং মা পূর্ণিমা ভৌমিক গৃহবধূ। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত বড় মঞ্চের—আর সেই স্বপ্নই এবার বাস্তব হল।

এই সাফল্যের পথ মোটেই সহজ ছিল না। কলকাতায় রাজ্য স্তরের অডিশনে প্রায় ৭৫০ জন প্রতিযোগীর মধ্যে থেকে নিজেকে প্রমাণ করে জাতীয় পর্বে পৌঁছয় সে। এরপর জয়পুরে দেশের বিভিন্ন রাজ্যের ১৭৫ জন প্রতিযোগীকে পিছনে ফেলে জিতে নেয় জুনিয়র মিস ইন্ডিয়ার মুকুট। প্রতিযোগিতার কালচারাল রাউন্ডে বিশেষভাবে নজর কাড়ে প্রিন্সিপ্রিয়া। বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে পোশাক ও উপস্থাপনায় ফুটিয়ে তুলে বিচারকদের মন জয় করে নেয় সে। পাশাপাশি ইন্ট্রোডাকশন, ট্যালেন্ট শো ও র্যাম্প ওয়াকসব রাউন্ডেই ছিল তার আত্মবিশ্বাসী ও সাবলীল উপস্থিতি।
মাত্র সাত বছর বয়স থেকেই মডেলিং ও অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছে প্রিন্সিপ্রিয়া। ইতিমধ্যেই কালিয়াচক চ্যাপ্টার ২ ছবির মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি হয়ে গিয়েছে তার।
ভবিষ্যতে শুধু মডেলিং নয়, সিনেমার জগতেও নিজের পরিচিতি গড়ে তুলতে চায় এই কিশোরী। এখন তার লক্ষ্য আরও বড়—আগামী দিনে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করা।মালদার প্রিন্সিপ্রিয়ার এই সাফল্য একটাই বার্তা দেয়—স্বপ্নের উচ্চতা বড় হলে বয়স কখনও বাধা হয়ে দাঁড়ায় না।

