জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঠান্ডা অনেকটাই কমে গেল শহর শিলিগুড়িতে
শিলিগুড়ি : জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঠান্ডা অনেকটাই কমে গেল শিলিগুড়িতে, তবে সন্ধ্যার পর ঠান্ডা রোজই বাড়ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস একেবারে ঠান্ডা কমে যাওয়ার কোন সম্ভাবনাই এখনো নেই। ঠান্ডা আরো বাড়বে, এর সাথে বাড়বে বৃষ্টিপাতের আশঙ্কা। মাঝারি থেকে ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে। এদিকে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে সন্ধ্যার পর থেকে অনেকটা বাড়ছে ঠান্ডার প্রকোপ। এদিনও তার কোনো ব্যতিক্রম হলোনা । এমনকি ঠান্ডা বাড়ার সাথে সাথে বাইরেও বেরিয়ে পড়ছেন শহর শিলিগুড়ির মানুষজন। এদিকে ঠান্ডা আরো বাড়বে, আবহাওয়া দপ্তরের এই ঘোষণায় খুশি পর্যটকরাও।


