ঝাড়খণ্ড থেকে লখনউ, দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে অক্সিজেন এক্সপ্রেস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সোমবার সকালে উত্তরপ্রদেশের লখনউতে ভারতীয় রেলমন্ত্রকের অক্সিজেন এক্সপ্রেস পৌঁছল ঝাড়খণ্ডের বোকারো থেকে৷ যোগীরাজ্যে সংক্রমণের সংখ্যা ঊর্ধ্বমুখী প্রায় প্রতিদিনই৷ স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী বর্তমানে এ রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা 2,97,616৷ রেলমন্ত্রক দেশের চারদিকে অক্সিজেনের অভাব মেটাতে পাঠাবে অক্সিজেন এক্সপ্রেস-এ লিকুইড মেডিক্যাল অক্সিজেন, অক্সিজেন সিলিন্ডারও৷গত বৃহস্পতিবার প্রথম অক্সিজেন এক্সপ্রেস শুক্রবার বিকেল নাগাদ বিশাখাপত্তনম থেকে মহারাষ্ট্রের নাগপুরে এসে পৌঁছয়৷ এই এক্সপ্রেসে গিয়েছিল সাতটি ট্যাঙ্ক ভর্তি অক্সিজেন গ্যাস৷কেন্দ্রীয় সরকার লিকুইড মেডিক্যাল অক্সিজেনের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে চিকিৎসা ছাড়া অন্য কোনও কারণে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *