জালিয়াতির বিরাট পর্দা ফাঁস মালদায়, ২০ লক্ষ টাকার জাল নোটসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ
বেস্ট কলকাতা নিউজ : গোপন সূত্রে অভিযান চালিয়ে ২০ লক্ষ টাকার জাল নোটসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ। গভীর রাতে ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী কুম্ভীরা এলাকায় অভিযান চালায় সংশ্লিষ্ট থানার পুলিশ। ওই এলাকার একটি বাড়ি থেকেই বিপুল পরিমাণ জালনোটসহ ওই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৯ লক্ষ টাকার ৫০০ টাকার জালনোট এবং ১ লক্ষ টাকা ২০০ টাকার জালনোট। এই জালনোটগুলি সীমান্তের ওপার থেকে সংগ্রহ করে থাকতে পারে অভিযুক্ত পাচারকারী বলেও ধারণা পুলিশের। ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য মালদা আদালতে পেশ করে তদন্তকারী পুলিশ কর্তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রুবেল শেখ। তার বাড়ি কুম্ভীরা এলাকায়। ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী বৈষ্ণবনগরে থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুকদেবপুরে বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজিবি এবং বিএসএফের মধ্যে ফেন্সিং নিয়ে যে গোলমাল বেঁধেছিল, তার ঠিক পাঁচ কিলোমিটার দূরেই রয়েছে এই কুম্ভীরা গ্রামটি। ওই গ্রামের বাড়ি থেকেই রুবেল শেখকে থেকে গ্রেফতার করা হয়। ধৃত পাচারকারী তার বাড়িতেই ২০ লক্ষ টাকার জালনোট মজুত করে রেখেছিল। সেগুলি হয়তো ভিন রাজ্যে পাচার করার পরিকল্পনা ছিল ধৃত রুবেল শেখের। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ অভিযান চালিয়েই বাড়ি থেকে জালনোট সহ হাতেনাতে ধরে ফেলে ওই পাচারকারীকে।বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনার পিছনে মূল চক্রী হিসাবে রুবেল শেখ কাজ করছিল। কুরিয়ারের মাধ্যমেই হয়তো খুচরো খুচরো করে জালনোটগুলি বাইরে কোথাও পাচার করা হতো।