জিডিপি মানে গ্যাস-পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি – রাহুল গান্ধী এভাবেই তুলোধনা করলেন মোদী সরকারকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভারতের জিডিপি বৃদ্ধির হার ২০.১ শতাংশে পৌঁছেছে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই৷ বিজেপি সরকারের সাফল্য হিসেবেই তুলে ধরছে অর্থনীতির এই ঘুরে দাঁড়ানোকেই৷ আর কংগ্রেস নেতা রাহুল গান্ধি নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শানালেন জিডিপি বৃদ্ধির তুলনা টেনেই৷ এ দিন সাংবাদিক বৈঠকে রাহুল দাবি করেন, জিডিপি বৃদ্ধির আসল অর্থই গ্যাস, ডিজেল এবং পেট্রোলের মূল্যবৃদ্ধি৷ রাহুল গান্ধী আরও অভিযোগ করেন, কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, বেতনভূক শ্রেণির মানুষ আরও গরিব হচ্ছেন নরেন্দ্র মোদী সরকারের জামানায়৷

মূলত সাধারণ মানুষ চরম নাজেহাল রান্নার গ্যাসের পাশাপাশি পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে৷ মঙ্গলবারও ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে আরও ২৫ টাকা৷ বহুদিন ধরেই তো আকাশছোঁয়া পেট্রোল, ডিজেলের দাম ৷ রাহুল গান্ধি এ দিন মোদি সরকারকে কটাক্ষ করে বলেন, ‘প্রধানমন্ত্রী মোদিজি, অর্থমন্ত্রী সবাই বলে চলেছেন জিডিপি বেড়ে চলেছে৷ তার পরে আমি বুঝলাম ওনারা কী বোঝাতে চাইছেন জিডিপি বলতে৷ জিডিপি মানে আসলে গ্যাস, ডিজেল এবং পেট্রোল৷’

কংগ্রেস নেতা আরও বলেন, ‘অনেকেই বলতে পারেন যে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ছে আন্তর্জাতিক বাজারে৷ ইউপিএ-র আমলে ২০১৪ সালে ১০৫ টাকা ছিল অপরিশোধিত তেলের দাম, আজকে তা নেমে গিয়েছে ৭১ টাকায়৷ যার অর্থ আমরা সরকারে থাকার সময় ৩২ শতাংশ বেশি ছিল অপরিশোধিত তেলের দাম৷ ‘ রাহুল গান্ধী আরও দাবি করেন, রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু ৪১০ টাকা দাম ছিল ২০১৪ সালে ৷ বর্তমানে তা বেড়ে হয়েছে ৮৮৫ টাকা৷ পেট্রোলের দাম যেখানে ৭১.৫০ টাকা ছিল, সেখানে আজ তা বেড়ে হয়েছে ১০১ টাকা৷ ৫৭ থেকে ৮৮ টাকায় পৌঁছেছে ডিজেলের দাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *