জুবিন গর্গের সৃষ্টিকে সংরক্ষণে উদ্যোগ শিল্পীর নামে ট্রাস্ট গড়ছেন স্ত্রী গরিমা শইকীয়া গর্গ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : অসমের প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের সৃজনশীল ও বৌদ্ধিক উত্তরাধিকার সংরক্ষণে বড় পদক্ষেপ নিতে চলেছেন তাঁর স্ত্রী গরিমা শইকীয়া গর্গ। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, জুবিন গর্গের নামে একটি ট্রাস্ট গঠন করা হবে, যার মূল লক্ষ্য থাকবে শিল্পীর সৃষ্টিকর্মের সংরক্ষণ, গবেষণা ও প্রসার। এই ট্রাস্টের মাধ্যমে জুবিন গর্গের গান, সঙ্গীতভাবনা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক অবদানকে প্রাতিষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর শিল্পচেতনা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিকল্পনাও নেওয়া হচ্ছে। গরিমা শইকীয়া গর্গ জানান, জুবিন গর্গ শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন অসমের সংস্কৃতির এক শক্তিশালী কণ্ঠস্বর। তাঁর সেই উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখতেই এই ট্রাস্ট গঠনের উদ্যোগ। অসমবাসীর কাছে এই ঘোষণা আবেগঘন মুহূর্ত হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *