জ্বালানির লাগাতার অগ্নিমূল্য , ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক ট্যাক্সি সংগঠনের
বেস্ট কলকাতা নিউজ : হলুদ ট্যাক্সি ও অ্যাপ ক্যাব সংগঠনের একাংশ আগামী ২২ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল ডিজ়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও ভাড়া বৃদ্ধির দাবিতে।যে হারে জ্বালানির দাম ক্রমাগত বাড়ছে, তার ফলে মালিকদের পক্ষে একরকম অসম্ভব হয়ে পড়ছে হলুদ ট্যাক্সি ও অ্যাপ ক্যাব চালানো। তবে, প্রতিদিন যে হারে ডিজ়েল ও পেট্রলের দাম লাগাতার ভাবে বাড়ছে, তার তুলনায় ট্যাক্সির ভাড়া একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে গত ৫ বছর যাবৎ। তাই এবার ট্যাক্সির ভাড়া বৃদ্ধির দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ৭ টা থেকে পরের দিন সকাল ৭ টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিল এআইটিউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ ট্যাক্সি কো-অর্ডিনেশন কমিটি৷সংগঠনের সঙ্গে থাকা অ্যাপ ক্যাবগুলিও এই ধর্মঘটে সামিল হবে।