টাস্ক ফোর্স ঘুরে গেলেও কমলো না আলুর দাম,ফল ভুগছেন সাধারন মানুষ
বেস্ট কলকাতা নিউজ : দু দুবার ঘুরে গেল টাস্ক ফোর্স তাও কমলো না আলুর দাম। শিলিগুড়ি এবং গোটা উত্তর বাংলা জুড়ে দিনের পর দিন বেড়েই চলেছে আলুর দাম। কেজি প্রতি ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে আলু। শিলিগুড়ি সহ গোটা উত্তর বাংলা জুড়েই একই দাম আলুর। যা কিনতে হিমশিম খাচ্ছেন সাধারন মানুষ। গত পনেরো দিনে তিনবার ঘুরে গেছে টাস্ক ফোর্স, তাও কোনো সমাধান হয় নি আলুর। যতই আসুক টাস্ক ফোর্স তবুও কোনো সুরাহা দেখা যায় নি টাস্ক ফোর্স এর। শিলিগুড়ি এবং তার আশেপাশের বেশ কিছু এলাকা জুড়ে পাইকারি এবং খুচরা ব্যাবসায়ী দের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছে। যার ফল ভুগছেন সাধারন মানুষ।শুধু আলুই নয় দাম বেড়েছে অন্য সব জিনিসের। তাই আতঙ্কে ভুগছেন আমজনতা। গোটা জুলাই মাস ধরেই আলুর দাম চিন্তায় ফেলেছে সাধারণ মানুষকে। সরকার থেকে আলু বিক্রি করবার ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিকই তবে তা একেবারেই পর্যাপ্ত নয়।