টিকিট ক্যানসেল করলে এবার থেকে আর কাটবে না কোনো টাকা, রেলের এমন সিদ্ধান্তে খুশি এনজিপি স্টেশনে আগত রেল যাত্রীরা
নিজস্ব সংবাদদাতা : টিকিট কাটা হয়, এবং যাওয়া হয়না কোন কারণে। তা সত্ত্বেও মোটা টাকা গচ্চা দিতে হয় যাত্রীদের। আগামী বছর শুরুতেই রেল যাত্রীরা কিছুটা হলেও হাত ছেড়ে বাঁচবেন, কারণ ইতিমধ্যে রেল ঘোষণা করতে শুরু করে দিয়েছে এবার থেকে টিকিট ক্যান্সেল করলে আর দিতে হবে না টাকা। এই খবর এসে পৌঁছেছে এনজিপি স্টেশনেও। রেলের এই ঘোষণায় খুশি যাত্রীসহ রেল কর্মীরাও। সবাই জানিয়েছেন এটা দুর্দান্ত সিদ্ধান্ত। এর ফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ যাত্রী, যারা প্রতিদিন রেলে করে যাতায়াত করেন। সুনাম বাড়বে রেলেরও।
এদিকে এনজিপি স্টেশনে কর্মরত এক মহিলা ক্লার্ক আবিরা সেনগুপ্ত জানান আমরা খুশি রেলের এই ঘোষণায়, কারণ যাত্রীরা নানা অসুবিধার মধ্যে থেকে টিকিট ক্যানসেল করতে বাধ্য হন, তারপরও তাদের যদি মোটা টাকা গছা দিতে হয় তবে সেটা অত্যন্ত দুঃখের ব্যাপার। রেলের এই ঘোষণায় খুশি আমি, এবং আমার সহকারী যাত্রীরা। এই ঘোষণার ফলে যাত্রীরাও নিশ্চিন্তে টিকিট কাটতে পারবেন। এনজিপি থেকে শিয়ালদা যাতায়াত করেন সুবীর সেনগুপ্ত, এবং অলক চৌধুরী, তারাও জানান রেলের এই ঘোষণা খুশি আমরা। কারণ সারা বছর ধরে এতবার আমরা কলকাতা যাতায়াত করি, আবার টিকিট ক্যানসেলও করি মোটা টাকা গচ্চা দিতে হয় আমাদের। তাই রেল ভালো সিদ্ধান্ত নিয়েছে, আমরা অফিসের কাজে যাতায়াত করি, টাকা যায় অফিসেরই, তবে আমরা খুশি,আগামী দিনে রেলের সুনাম বারুক, আপাতত এটাই চাই আমরা। রেলের এই খবরে খুশি শুধু এনজিপি স্টেশন এবং শিলিগুড়ি নয় গোটা বাংলার যাত্রীরাই। আগামী দিনে রেলে যাত্রী সংখ্যা আরো বাড়বে, রেলের ঘোষনার পরে এটাই দাবি করছেন যাত্রীরা।