ট্রেন পরিষেবা বন্ধ রাখাই ভাল কালীপুজো-জগদ্ধাত্রী পুজোয়, এমনি পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে ট্রেন পরিষেবা চালু হচ্ছে দীর্ঘ সাতমাস পর।এই পরিষেবা চালু হচ্ছে আগামীকাল বুধবার থেকেই। আর কলকাতা হাইকোর্টের এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তা চালু হওয়ার আগেই। এই প্রসঙ্গে আদালত এও মনে করে যে, ভাল হয় কালীপুজো, জগদ্ধাত্রী পুজোয় ট্রেন পরিষেবা বন্ধ রাখলেই। আদালতের এরূপ পর্যবেক্ষণ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে লোকাল ট্রেন চালু হওয়ার ঠিক আগের দিনেই।

প্রসঙ্গত, করোনা আবহ আর তার মোকাবিলায় মার্চ মাস থেকেই দীর্ঘ লকডাউন জারি ছিল প্রায় সমগ্র রাজ্য জুড়ে। আর এই পরিস্থিতিতে বন্ধ করা হয়েছিল ট্রেন বাস সহ সব রকমের গণ পরিবহনের মাধমকে। কিন্তু এমতাবস্থায় দীর্ঘ ৭ মাসপর নিত্য যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে রেল ও রাজ্যের যৌথ উদ্যোগে ফের লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আসন্ন কালী পুজো ও জগদ্ধাত্রী পুজোয় লোকাল ট্রেন চালু থাকলে ও সেখানে বিপুল যাত্রী সমাগম হলে করোনার সংক্রমণ এক লাফে অনেকটাই বৃদ্ধি পেতে পারে, এমনটাই আশংকা করা হচ্ছে কলকাতা হাই কোর্টের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *