টিন কেটে একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ীতে! ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়!
শিলিগুড়ি : এক ভয়াবহ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেলো শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ীতে, জানা গেছে টিন কেটে একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি হয় ফুলবাড়িতে! এদিকে এই ঘটনাকে ঘিরে এদিন ব্যাপক চাঞ্চল্যও ছড়ায় সমগ্র এলাকায়! চোরেরা খুব সম্ভবত ওই এলাকাতেই থাকে। আরো জানা গেছে অনেকদিন ধরে লক্ষ্য রাখছিল তারা, চুরি হওয়ার আগের দিন তারা ওই দোকানে এসেছিল। শুধু তাই নয় বেশ কয়েকদিন ধরেও তারা ওই দোকানের আশেপাশে ঘুরঘুর করছিল। প্রথমে তারা ওই দোকানে খদ্দের হয়ে দোকানে ঢুকেছিল, দোকান থেকে জিনিস নেওয়ার অছিলায় খুব সম্ভবত তারা ওই দোকান থেকে জিনিস চুরি করে। পরপর তিনটি দোকানে এই ঘটনা ঘটে যাওয়ায় চরম ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ।

সোনার দোকানগুলি মূলত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। চোরে রা সম্ভবত একটা সময় ঠিক করে রেখেছিল , চুরি করার জন্য দুপুর বেলার দিকে তারা বেশ কয়েকজন মিলে দোকানে এসেছিল এবং সেখান থেকেই তারা দোকান লক্ষ্য করে দোকানে ঢুকে যাওয়ার চেষ্টা করে। কেউ সন্দেহ করেনি সেই সময়। খুব সম্ভবত পাশ থেকে ৭ লক্ষ টাকার জিনিস তারা চুরি করে।