টেম্পোর সঙ্গে ট্রাকের এক ভয়াবহ সংঘর্ষ, লোহার রড ঢুকল একের পর এক যাত্রীর শরীরে
বেস্ট কলকাতা নিউজ : টেম্পোর সঙ্গে ট্রাকের এক ভয়াবহ সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ৮ জনের। এমনকি জখমও হয় আরও কয়েকজন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে। এক পুলিশ অফিসার জানান , একটি আয়াপ্পা মন্দিরের সামনে এদিন রাত সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। টেম্পোতে ১৬ জন যাত্রী ছিলেন। স্থানীয় পাশের একটি এলাকায় যাচ্ছিলেন তাঁরা। নিফাদে একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফিরছিলেন।
টেম্পোর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে। ট্রাকে লোহার রড ছিল। রড ঢুকে যায় টেম্পোর যাত্রীদের শরীরে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।দুর্ঘটনার পরই খবর পেয়ে পৌঁছন পুলিশ ও দমকলকর্মীরা। তারা উদ্ধারকাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দা ও পথচারীরাও উদ্ধারকাজে হাত লাগান। কয়েকজনকে জেলা হাসপাতালে পাঠানো হয়। বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে একাধিক জনকে। এদিকে পুলিশ জানান , মৃতের সংখ্যা বাড়তে পারে। কারণ, কয়েকজনের অবস্থা চরম আশঙ্কাজনক।