ট্রয় ট্রেনের জন্য দার্জিলিং আসছেন ইয়োরোপের পর্যটকেরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

দার্জিলিং : ঐতিহ্যবাহী ট্রয় ট্রেনের টানেই দার্জিলিং এ আসছেন ইয়োরোপের পর্যটকেরা। ঠিক এমনটাই জানিয়েছেন দার্জিলিং এর এক বিখ্যাত টুরিষ্ট গাইড। তিনি জানিয়েছেন নেদারল্যান্ড, সুইডেন এবং অষ্ট্রিয়া থেকে টুরিষ্টরা দার্জিলিং এ বেড়াতে আসলেই খোজ করছেন ট্রয় ট্রেনের। কতক্ষন থাকা যাবে ট্রয় ট্রেনে? কত ঘন্টার জার্নি।দার্জিলিং পৌছে তাদের জিঞ্জাসা ট্রয় ট্রেনকি চলছে? বোঝাই যাচ্ছে তারা চান ট্রয় ট্রেনে চড়তে। সিকিমের দূর্যোগের কারনে বিদেশী পর্যটকেরা ভীড় করছেন দার্জিলিং এ।আর এসেই খোজ করছেন ট্রয় ট্রেনের। অষ্ট্রিয়াতেও এই ধরনের ট্রেন আছে কিন্তুু সারা বিশ্বের মধ্যে দার্জিলিং এর ট্রয় ট্রেনের ইতিহাস বিরলতম। ইউ টিউবে ট্রয় ট্রেনের ইতিহাস জেনে নিচ্ছেন ইয়োরোপীয়ানেরা। আর তখনই তাদের মাথায় চলে আসে দার্জিলিং এর ব্যাপারটা। বর্তমানে ট্রয় ট্রেনের জনপ্রিয়তা বিদেশীদের মধ্যে কম নয়। বর্তমানে টিকিট প্রায় পাওয়াই যাচ্ছে না বলা চলে। আনন্দ করতে এসে এইভাবে ট্রয় ট্রেনের মজা কি কম সবার কাছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *