টয়ট্রেনে জুড়বে ১৩০ বছরের ইতিহাস, দিল্লি থেকে অবশেষে দার্জিলিংয়ে আসছে ঐতিহ্যবাহী স্টিম ইঞ্জিন
বেস্ট কলকাতা নিউজ : পর্যটকদের জন্য দারুণ খবর নিয়ে আসছে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ ৷ সব ঠিক থাকলে পুজোর মরশুমে দেখা মিলবে ঐতিহ্যবাহী ১৩০ বছরের পুরনো টয়ট্রেনের স্টিম ইঞ্জিনের ৷ এমনটাই উদ্যোগ নিয়েছে ডিএইচআর ৷ চলতি মাসেই দিল্লির রেলওয়ে মিউজিয়াম থেকে আসতে চলেছে প্রাচীন এক টয়ট্রেনের স্টিম ইঞ্জিন ৷ দিল্লি থেকে সড়কপথে আনা হবে ‘স্টিম লোকোমোটিভ শার্প, স্টিউয়ার্ট অ্যান্ড কো: 777-B’ নামে এই ইঞ্জিনটি ৷

হেরিটেজ শিরোপাধারী দার্জিলিং হিমালয়ান রেল পর্যটকদের চাহিদাকে মাথায় রেখে একাধিক নতুন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে ৷ পুজোর ছুটিতে পর্যটকদের জন্য জঙ্গল টি-সাফারি, কার্শিয়াং ও মহানদী-সহ তিনটে নতুন জয়রাইড চালু করেছে ৷ তবে, পর্যটকদের মধ্যে স্টিম ইঞ্জিনে টানা টয়ট্রেনের টিকিটের চাহিদাই সবচেয়ে বেশি বলে জানাচ্ছে কর্তৃপক্ষ ৷ পাহাড়ী পথে কুণ্ডলী পাকানো ধোঁয়া উড়িয়ে ছুটে চলা টয়ট্রেনের জন্যই দেশ-বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকরা ৷ তাই এবার ইতিহাসের পাতা থেকে বাস্তবে নামিয়ে আনা হচ্ছে আরও একটি প্রাচীন স্টিম ইঞ্জিনকে ৷ পর্যটকরা খুব শীঘ্রই ইতিহাসের সেই জীবন্ত রূপের সাক্ষী হবেন ৷
এই বিষয়ে দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, “ইতিমধ্যে ওই প্রাচীন টয়ট্রেনের ইঞ্জিনটি নিয়ে আসার গ্রিন সিগন্যাল পাওয়া গেছে ৷ চলতি মাসেই সেটিকে দিল্লির মিউজিয়াম থেকে আনা হবে ৷ তারপর সেটিকে আবার যাতে পুনরুজ্জীবিত করা যায় সেই কাজ করা হবে ৷ এই ইঞ্জিনে টানা টয়ট্রেনে ভ্রমণের পাশাপাশি, সেটির ইতিহাসের আলাদা রোমাঞ্চ উপভোগ করতে পারবেন পর্যটকরা ৷” হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, “এটা পর্যটকদের জন্য দারুণ খবর ৷ সামনেই বিশ্ব রেল দিবস ৷ সেই উপলক্ষে এইধরনের উপহার হেরিটেজ শিরোপাধারী ডিএইচআর পেলে, তা বাড়তি পাওনা ৷”