ডুয়ার্সের জয়ন্তীতে আয়োজিত হল অষ্টম বর্ষ বক্সা বার্ড ফেস্টিভ্যাল, লক্ষ্য ৩০০ প্রজাতির পাখির সন্ধান
আলিপুরদুয়ার : ডুয়ার্সের জয়ন্তীতে শুরু হলো বহু প্রতীক্ষিত অষ্টম বর্ষ বক্সা বার্ড ফেস্টিভ্যাল। রঙিন পাখির কলরবে মুখরিত এই উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন পিসিসিএফ (ওয়াইল্ডলাইফ) সন্দীপ সুন্দরিয়াল, বক্সা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার কুমার বিমল, জলদাপাড়া ডিভিশনের ডিএফও প্রবীন কাসোয়ান এবং বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর অপূর্ব সেন-সহ বনদপ্তরের একাধিক আধিকারিক ও অতিথিরা। এই বার্ড ফেস্টিভ্যাল চলেছিল চলতি বছরের ৯ জানুয়ারি পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৫ জন বার্ড ওয়াচার ও গবেষক এই উৎসবে অংশ গ্রহণ করে , যাদের মধ্যে ৯ জনই মহিলা—যা ছিল মূলত এই উৎসবের একটি উল্লেখযোগ্য দিক।

বক্সা বনভূমিকে পাখিদের স্বর্গরাজ্য বলেই মনে করেন বিশেষজ্ঞরা। অনুমান করা হয়, এই অরণ্যে প্রায় ৪৫০ থেকে ৫০০ প্রজাতির পাখি রয়েছে। গত বছরের বক্সা বার্ড ফেস্টিভ্যালে প্রায় ২২৬ প্রজাতির পাখির সন্ধান মিলেছিল, যার মধ্যে ৩টি ছিল সম্পূর্ণ নতুন প্রজাতি। সেই সাফল্যের ধারাবাহিকতায়, এ বছর বনদপ্তর লক্ষ্য স্থির করেছে অন্তত ৩০০ প্রজাতির পাখি শনাক্ত করার। প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই উৎসব উত্তরবঙ্গের পরিবেশ পর্যটন ও জীববৈচিত্র্য গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী বার্ড ওয়াচার ও গবেষকরা।

