ডেঙ্গির আতঙ্ক জমা জল থেকে , এলাকাবাসীর অভিযোগ এর আঙ্গুল প্রশাসনিক উদাসীনতার দিকেই
বেস্ট কলকাতা নিউজ : একেই বৃষ্টির জমা জল । তার উপর রয়েছে ডেঙ্গির আতঙ্ক । যার জেরে , দেগঙ্গার নূরনগর পঞ্চায়েতের বিশ্বনাথপুর এলাকার বাসিন্দারা পড়েছেন চরম সমস্যার মধ্যে। বিশ্বনাথপুর এলাকা একপ্রকার জলমগ্ন হয়ে পড়েছে বর্ষার দিন কয়েকের বৃষ্টিতে। জমা জল এমনকি ঘরের ভিতরেও ঢুকে পড়েছে রাস্তা ছাপিয়েও। ভুক্তভোগী বাসিন্দারা এর জন্য দায়ি করেছেন বেহাল নিকাশি ব্যবস্থাকেই। বৃষ্টির জমা জলে শুধু বাসিন্দাদের যন্ত্রণা বেড়েছে এমনটা নয় । মশার উপদ্রবও ক্রমাগত বাড়ছে সমগ্র এলাকায়। আর তার জেরেই বিশ্বনাথপুর এলাকার মানুষজন আশঙ্কা করছেন ডেঙ্গির প্রকোপ বৃদ্ধির। তাঁদের আরও অভিযোগ , “নিকাশি নালাগুলি সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে গিয়েছে গাছ কেটে টাকি রোড সম্প্রসারণের ফলে। কিন্তু, পঞ্চায়েত থেকে প্রশাসন তার কোনও রকমের সুরাহা করেনি। তারা কোনও খোঁজ নেয়নি বাসিন্দাদের যন্ত্রণারও। এমনকি কোনও রকম উদ্যোগ নেওয়া হয়নি জমা জল সরানোর জন্য। এদিকে ডেঙ্গির সম্ভবনাও রয়েছে জমা জল থেকে। আমরা রয়েছি খুব আতঙ্কের মধ্যেই। ” যদিও জমা জল সরাতে প্রশাসনের তরফে আশ্বাস মিলেছে। তবে , তাতেও কোনো ভাবে আশ্বস্ত হতে পারেননি ভুক্তভোগী বাসিন্দারা । তাঁদের আরও দাবি , আগে শুরু হোক কাজ । তারপর বোঝা যাবে ।
২০১৭ সালে ডেঙ্গির প্রকোপ বেড়েছিল এই দেগঙ্গাতেই। ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন নূরনগর পঞ্চায়েতেই অনেকেই। ২০১৯ সালেও ডেঙ্গির উপদ্রব ছিল একই রকমভাবে ।এমনকি কয়েকজন মারাও গিয়েছিলেন। এই বছর বর্ষার শুরুতেই নূরনগর পঞ্চায়েতের বিশ্বনাথপুর এলাকার বাসিন্দারা ফের নতুন করে ডেঙ্গির আশঙ্কা করছেন বৃষ্টির জমা জল থেকে।অন্যদিকে , বিষয়টি নিয়ে দেগঙ্গার BDO সুব্রত মল্লিক বলেন , ” বৃষ্টির জমা জল সরানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে ।প্রশাসন সবসময় রয়েছে এলাকার বাসিন্দাদের পাশে। “