ডেঙ্গুর জন্য সচেতনতা শিবির আয়োজিত হল শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডে
শিলিগুড়ি : শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলার শ্রাবনী দত্তের নির্দেশে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হল ডেঙ্গুকে নিয়ে। কাউন্সিলার শ্রাবনী দত্ত এদিন জানান আমাদের দরকার সচেতনতা। তাহলেই আমরা ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যেতে পারব। ডেঙ্গু এমন একটা রোগ যেখানে লড়াই করতে গেলে সচেতন হওয়া একান্তই প্রয়োজন। তাই আমরা এআ শিবিরের আয়োজন করলাম। আমাদের তরফ থেকে মানে কাউন্সিলার অফিসের তরফ থেকে ওয়ার্ডে ঘুরে ঘুরে মানুষ যারা এই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তাদের সচেতন করা হল। তাদের অনুরোধ করা হল তারা যেন তাদের বাড়ির পরিবেশকে পরিচ্ছন্ন রাখেন। জল জমতে না দেন। কারন এই জমা জল থেকেই হতে পারে সমস্যা এবং ডেঙ্গুর সংক্রমন। তাই আমাদের অনুরোধ ডেঙ্গুকে ভয় পাবেন না, প্রতিরোধ তৈরী করুন এবং নিজেকে সংগঠিত করুন। তবেই ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হব আমরা। আমাদের লক্ষ যাতে ডেঙ্গু না হয়, এবং সেটা কিভাবে সম্ভব সেটাই এখন আলোচনার বিষয়। আমি চেষ্টা করব অন্তত সপ্তাহে একবার না হলেও মাসে দুবার করে এই শিবিরের আয়োজন করা যায়। তবেই আমরা ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করে জয়ী হব। এদিন উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেসের পুরুষ এবং মহিলা কর্মীরা।