মুশকিল আসান মিড-ডে মিলেই ! এই স্কুল সাড়া ফেলে দিয়েছে ছাদেই বাগান বানিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : স্কুল আর বাইরে থেকে শাক-সবজি কিনবে না মিড ডে মিলের জন্য । বিনস, বরবটি, বেগুন-সহ নানা সবজি মিলছে স্কুলের ছাদের বাগানেই। আর রান্নাবান্না চলছে তা দিয়েই । বিরল এই কীর্তি গড়ে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুল একরকম সাড়া ফেলে দিয়েছে । প্রধান শিক্ষক জানিয়েছেন, আগামী দিনে আরও বড় করা হবে স্কুলের ছাদের বাগান । চেষ্টা চলবে আরও শাক-সবজি চাষের।

সাধারণত বাজার থেকেই শাক-সবজি কেনা হয় সরকারি স্কুলগুলিতে মিড ডে মিলের জন্য । অনেক সময় প্রশ্ন ওঠে সেই শাক-সবজির গুণগত মান নিয়েও। তাছাড়া প্রায় সময় সমস্যায় পড়তে হয় শাক-সবজির দাম ওঠানামা করার জেরেও। দুর্গাপুরে নোপলি পাড়া হিন্দি হাই স্কুল নজিরবিহীন একটি সিদ্ধান্ত নেয় এমনই বেশ কিছু সমস্যা সামনে আসার পরেই। ঠিক হয় স্কুলের ছাদেই শাক-সবজির বাগান তৈরি হবে।

আর যেমন ভাবা, তেমন কাজ। স্কুলের ছাদে তৈরি বাগানে শুরু হয় বেগুন, বরবটি থেকে শুরু করে নানা সবজির চাষ। বৃহস্পতিবার সেই বাগান থেকে প্রথমবারের মতো শাক-সবজি তোলা হয়। আর মিড-ডে মিলের রান্নাবান্না চলে সেই শাক-সবজি দিয়েই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *