তবে কি সন্ত্রাসবাদী যোগ রয়েছে হাতিবাগানে ৪ কোটি টাকা উদ্ধারের ঘটনায় ? অবশেষে তদন্ত করবে ইডি
বেস্ট কলকাতা নিউজ : গত শনিবার শুল্ক দফতর প্রায় ৪ কোটি টাকা উদ্ধার করেছিল বেনিয়ার পুকুর থানা এলাকার হাতিবাগানের একটি বাড়ি থেকে । সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ২ জন অভিযুক্তকে গ্রেফতারও করেছে। এদিকে ইডি তথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুল্ক দফতরের কাছে একটি রিপোর্ট তলব করে ওই টাকা কোথা থেকে এসেছ তা জানতেও ।
সূত্রের খবর, গত শনিবার শুল্ক দফতর বেনিয়াপুর থানার হাতিবাগানের ওই বাড়িতে অভিযান চালায় গোপন সূত্রে খবর পেয়ে। এই অভিযানে উদ্ধার হয় নগদ ৪ কোটি টাকা । গ্রেফতার হয় ২ জন ব্যাক্তি । অভিযুক্ত ২ জনকে জেরা করে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ওই টাকা হাওলার টাকা । তবে এই টাকার উৎস কী বা এই পরিমাণ নগদ টাকা কোথা থেকে এল এবং কোথায় যাচ্ছিল ইডি তথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত শুরু করবে তা জানতে ।এদিকে ইডি সূত্রে খবর, হদিশ মিলেছে টেররিস্ট ফান্ডিংয়ের একটি চক্রেরও। যারা ফান্ডিংয়ের কাজ করছে মূলত কলকাতায় বসে। তাই দ্রুত এই ঘটনার তদন্ত শুরু করতে ইডি শুল্ক দফতরের থেকে উদ্ধার হওয়া ৪ কোটি টাকার সম্পর্কিত সমস্ত তথ্য চাইল। শীঘ্রই ইডি এই ঘটনার তদন্ত শুরু করতে চলেছে।