‘চরক শপথ ডাক্তারি পড়াশোনার প্রথম দিনেই’ তীব্র বিতর্ক কলকাতা মেডিক্যাল কলেজে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চরম বিতর্ক সৃষ্টি হল কলকাতা মেডিক্যাল কলেজে ‘চরক শপথ’ নিয়ে । অভিযোগ উঠেছে , প্রথম বর্ষের প্রথম ক্লাসেই বিতর্কিত ‘চরক’ শপথ নেওয়ানো হয়েছে ডাক্তারি পড়ুয়াদের। যা নিয়ে তুঙ্গে উঠেছে এমনকি তুমুল তরজা। কলকাতা মেডিক্যাল কলেজে কর্তৃপক্ষের দিকেই মূলত সিনিয়র পড়ুয়াদের অভিযোগের তির। আর কর্তৃপক্ষের আরও দাবি, গোটা ঘটনাটাই হয়েছে, ‘ন্যাশনাল মেডিক্যাল কমিশনের গাইডলাইন মেনে।

মঙ্গলবার অধ্যক্ষ রঘুনাথ মিশ্র-র কাছে ডেপুটেশন জমা দিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পড়ুয়ারা । তাদের দাবি, কার্যত স্বতঃপ্রণোদিত হয়ে ডাক্তারি পড়তে আসা প্রথম বর্ষের পড়ুয়াদের প্রথম দিনে প্রথম ক্লাসেই চরক শপথ নেওয়ানো হয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের তরফে কোনওরকম লিখিত নির্দেশ না থাকলেও। যদিও কর্তৃপক্ষ অনড় তাদের বক্তব্যেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *