তরকারিতে টিকটিকির খোঁজ মিললো খড়গপুর আই-আই-টি -র ক্যান্টিনে
বেস্ট কলকাতা নিউজ : খড়গপুরের কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান IIT-র সুখ্যাতি ছড়িয়ে রয়েছে প্রায় সমগ্র বিশ্বজুড়ে ৷আর এই রকমই একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসের খাবারের মান নিয়ে প্রশ্নের মুখে পড়লো আই আই টি – কর্তৃপক্ষ ৷ টিকটিকির খোঁজ পাওয়া গেল পড়ুয়াদের জন্য রান্না করা খাবারে ৷ ফেসবুকে এই ছবি ছড়িয়ে পড়তে না পড়তেই প্রবল সমোলোচনার ঝড় উঠেছে ৷ দুপুরে খাবার সময় এক ছাত্র তরকারিতে সেদ্ধ হয়ে যাওয়া একটি টিকটিকি দেখতে পায় আজাদ হলের ক্যান্টিনে৷ এরপরেই ক্যান্টিনের কর্মচারীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে আই আই টি -র ছাত্ররা৷ খাবার পরিবেশন করার সময় এত বড় টিকটিকি কেন কর্মচারীদের নজরে পড়ল না তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা৷
এই খবর পাওয়া মাত্রই আজাদ হলের ক্যান্টিনে আসেন হল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ৷ সঙ্গে সঙ্গে প্রত্যেককে IIT ক্যাম্পাসের বি সি রায় মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান যাওয়া হয় ৷ সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হয় প্রত্যেক পড়ুয়াদের ৷ এর পর অন্য হলের ক্যান্টিনে আজাদ হলের প্রায় 700 জন ছাত্রের রাতের খাবারের আয়োজন করা হয় ৷ বন্ধ করে দেওয়া হয় আজাদ হলের ক্যান্টিন ৷
এদিকে কীভাবে এই ঘটনা ঘটল হল ম্যানেজমেন্ট কমিটি তার তদন্ত শুরু করেছে ৷ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, খাবার রান্না করার পর ঢাকা না দেওয়ার জন্যই এই ঘটনা ঘটেছে ৷ এই ক্যান্টিনের কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয় ছাত্র-ছাত্রীদের খাবার ব্যাপারে সচেতন থাকা ও সবসময় সতর্ক থাকার জন্য৷ কিন্তু তা সত্ত্বেও এধরনের ঘটনা ঘটায় সমালোচনার মুখে পড়তে হয়েছে আই আই টি – কর্তৃপক্ষকে৷