অপদার্থ স্কুল সার্ভিস কমিশন, হাইকোর্ট এমনটাই জানালো উচ্চ-প্রাথমিক মামলার শুনানীতে, সশরীরে তলব চেয়ারম্যানকেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : উচ্চপ্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার রায় আজ শুক্রবার স্কুল সার্ভিস কমিশনকে অপদার্থ বলে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে সংস্থার চেয়ারম্যানকে সশরীরে আদালতে হাজির হয়ে অনিয়ম কেন হয়েছে? নির্দে শ দেওয়া হয়েছে তার ব্যাখ্যা দিতেও। অনিয়ম হয়েছে কেন, আদালত সরাসরি তা জানতে চাইতে পারে তাঁর কাছ থেকেই।

শুক্রবার এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উষ্মা প্রকাশ করেন কমিশনের ভূমিকা নিয়েও। তিনি এমনকি প্রশ্ন তোলেন, কোন আধিকারিকরা চালাচ্ছেন এই কমিশন ? অবিলম্বে খারিজ করা উচিত কমিশনকে। একই সঙ্গে বিচারপতি কমিশনকে অপদার্থ বলেও উল্লেখ করেছেন।

আদালত নির্দেশ দিয়েছিল ২০১৯-এর ১ অক্টোবর ইন্টারভিউের তালিকা প্রকাশের সময় প্রার্থী কোন ক্ষেত্রে কত নম্বর পেয়েছে এবং একই সঙ্গে মোট কত নম্বর পেয়েছে সেই তথ্যও তালিকার সঙ্গে দেওয়ার। সেই নির্দেশের পরেও কেন তা মেনে প্রকাশ করা হল না কমিশনের কাছে তা-ও জানতে চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *