তার বিরুদ্ধে আনা খুনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা , জানালেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন
জলপাইগুড়ি : তার বিরুদ্ধে ইতিমধ্যেই আনা হয়েছে খুনের অভিযোগ । তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে রেগে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। বাড়ি ফেরার পথে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা বাদ করে সাংবাদিকেরা। তার উত্তরে প্রশান্ত বর্মন এদিন রেগে গিয়ে জানান যারা এই ধরনের রটনা ছড়াচ্ছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন আসল সত্য ঘটনা কি? এদিকে প্রশান্ত বর্মনকে এদিন সাংবাদিকরা ঘটনার বিস্তারিত বিবরণ দিতে চাইলে সেটাও শুনতে অস্বীকার করেন রাজগঞ্জের ভিডিও। তিনি জানান আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চলছে। আমি মানুষের কাছে মানুষের পাশে থাকি, সেটাই অনেকের সহ্য হচ্ছে না। কিভাবে আমাকে হেনস্থা করা যায় তার চিন্তাভাবনা সারাদিন ধরে চলছে। আজকে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। আমিও প্রস্তুতি নিচ্ছি এই অভিযোগের বিরুদ্ধে উত্তর দেওয়ার জন্য।


